#কলকাতা : বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে দিন৷ চারদিকে তাকলে শুধুই এমন খবর যা মনকে ভারাক্রান্ত করে দেয়৷ কিন্তু এরমক দুঃসময়ে তো ভেঙে পড়লে চলবে না৷ এই কঠিন সময়ে কতটা ভালোভাবে লড়াই করতে পারে মানুষ তারওপরই নির্ভর করবে তাদের শক্ত মনের৷ তবে মনকে শক্ত রাখার পাশাপাশি আনন্দে রাখাটাও জরুরি৷
এই মুহূ্র্তে করোনাকালে চারপাশে স্বাভাবিক ঘোরা-বেরানোয় কার্যত ফুলস্টপ পড়ে গেছে৷ এই পরিস্থিতিতে শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউই বেরোচ্ছেন না৷ বেঁচে থাকাটাই যেখানে বড় দায় সেখানে বিনোদন নৈব নৈব চ৷ কিন্তু এরকম করারও বোধহয় দরকার নেই৷
পরিবারের সব সদস্যদের সঙ্গে এতখানি সময় কতদিন কাটাননি ভেবে দেখেছেন৷ তাই তাঁদের সঙ্গে আমোদ-আহ্লাদ -বিনোদনের ব্যবস্থা করে নিলেই হয়৷ অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা-ছেলের জুটির ভিডিও দেখে তো সে কথা বলাই যায়৷
ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের পরণে ছাপা শাড়ি, মাথায় কাঁচা -পাকা মেশানো চুল৷ ছেলের পরণে টি শার্ট৷ ঘরেতেই বসিয়েছেন গানের মজলিস৷ ভাবছেন মা -ছেলের গানের ভিডিও তো হামেশাই দেখেন ৷ কিন্তু এই ভিডিও একটু অন্যরকম৷ সাধারণত গানে মহিলাদের আধিপত্য ও যন্ত্রবাদনে পুরুষদের দাপটই দেখা যায়৷ কিন্তু এখানে পুরো বিষয়টি একেবারে আলাদা৷ এখানে মায়ের যুবা ছেলে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন অন্যদিক বৃদ্ধা পা তবলায় তাল তুলেছেন৷
দেখে নিন Viral Video
আসলে প্রতিভার কোনও বয়স হয়না, হয় না কোনও সীমা৷ যদি নিজের ক্ষমতাকে নিয়মিত মনের যত্নে লালন করেন তাহলে তা সবসময়েই সঙ্গে থাকে৷ আমরা মনে করে থাকি সাধারণ মধ্যবিত্ত বাড়িতে মেয়েদের স্বপ্ন সময়ের সঙ্গে সঙ্গে চাপা পড়ে মারা যায়৷ কিন্তু এই ভদ্রমহিলার তবলা বাদনের ছন্দ যেন জীবনের ছন্দ৷ তাঁর ছন্দে নাচছে জীবনের সুর-তাল -লয়৷ এই মা ও ছেলের সঙ্গীতের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল৷ ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ ভিউ হয়ে গেছে, শেয়ারের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mother, Viral Video