এখন ভাইরালের যুগ! প্রতিনিয়ত লাখো লাখো কন্টেন্ট শেয়ার হচ্ছে নেটদুনিয়ায়! ভভিডিওর মাণের উপর নির্ভর করে বাড়ছে লাইক-ভিউ-শেয়ারের সংখ্যা! দেখতে দেখতে কন্টেন্ট ভাইরাল-ও হচ্ছে! এই যেমন হালে সোশাল মিডিয়ায় ভাইরাল এমন এক ভিডিও যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে! ঘটনার ভিডিও দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না নেটাগরিকরা।
সদ্য একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে স্নানঘরে স্নান করছেন এক যুবক। শাওয়ারের নীচে দাঁড়িয়ে এই গরমে মনের আরামে শরীর ভিজিয়ে নিচ্ছেন! আচমকাই কেঁপে উঠলেন। কী হল? কেউ একটা তার মাথার উপর দাড়িয়ে। ধীরে ধীরে নেমে এল ব্রহ্মতালুর ঠিক উপরে। তার পর সে দাঁড়িয়েই রইল ঠায়।
ততক্ষণে তো যুবকের আত্মারাম খাঁচাছাড়া অবস্থা। শিড়দাঁড়া বেয়ে নেমে আসছে ঠাণ্ডা স্ত্রোত! কে ও ? কে দাঁড়িয়ে মাথার উপর? কিছুই বুঝতে পারছেন না। নড়াচড়া না করে ঠায় কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলেন যুবক। হঠাৎ করেই মাথায় বুদ্ধি খেলে গেল। মনে পড়ল মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করার কথা। খুব সাবধানে ফোনের ক্যামেরা অন করে নিজের সামনে ধরতেই রহস্যের উন্মোচন হল। স্পষ্ট হল কে এতক্ষণ তাঁর মাথার উপর দাঁড়িয়ে ছিল। মোবাইলের ক্যামেরায় দেখা গেল, তাঁর মাথার উপর দু'টি পা রেখে দাঁড়িয়ে রয়েছে একটি কুচকুচে কালো বিড়াল। তবে সে শুধু দাঁড়িয়েই নেই, তাঁর মাথায় ভর দিয়ে গলা বাড়িয়ে জল খাচ্ছে শাওয়ার থেকে।
Thirsty by u/RyotoYokoyama in AnimalsBeingDerps
পুরোটাই মোবাইলের ক্যামেরায় ভিডিও রেকর্ড করে রেখেছিলেন যুবক। সেই ভিডিও পোস্ট করতেই নিমেষে ভাইরাল। ভিডিওটির ক্যাপশনে যুবক লিখেছেন “তৃষ্ণার্ত।” ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral