এখন ভাইরালের যুগ! চোখের নিমেষে বিশ্বের এ'প্রান্ত থেকে ও'প্রান্ত ছড়িয়ে পড়ছে চমকপ্রদ কনটেন্ট! কনটেন্টের মাণের উপর নির্ভর করে বাড়ছে শেয়ার-ভিউ-লাইক! ভাইরাল হতে সময় লাগছে না! এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়া কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক দারুন মজার ভিডিও! ভিডিওটির কেন্দ্র চরিত্রে রয়েছে দুটি কুমির ও এক মাতাল। কুমির মানুষকে আক্রমণ করবে এটাই স্বাভাবিক! কিন্তু এক্ষেত্রে ঠিক উলটোটা হল! মাতালকে দেখে ভয়ের চোটে পালাল কুমির বাবাজিরা! এই গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হতেও ভাইরাল! হেসে খুন নেটিজেনরা!
ভিডিওটিতে দেখা যায়, জলাশয়ের মাঝে ছোট্ট একটা দ্বীপের মতো জায়গায় রোদ পোহাচ্ছিল দুটি কুমির। এদিকে কুমিরদুটির দিকে ধেয়ে আসছিল এক মদ্যপ ব্যক্তি! কুমিরের দিকে তাঁর খেয়াল-ই ছিল না, নিতান্তই অন্যমনস্ক অবস্থা! মত্ত অবস্থায় তিনি প্রায় কুমির দুটির কাছে পৌঁছে গিয়েছেন। এরপরই ঘটল সেই অভাবনীয় ঘটনা যা দেখে চোখ কপালে উঠেছে নেট দুনিয়ার! হাসি থামাতে পারছেন না নেটিজেনরা--
देशी दारू की ताक़त..! pic.twitter.com/rOIIFn2X7x
— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai) March 9, 2023
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যক্তি এতটাই মদ্যপ ছিলেন যে কুমির দুটিকে ঠাহর করতে পারেননি। মদের নেশায় বুঁদ তিনি। কোনওক্রমে টলতে টলতে জলা পেরিয়ে হাঁটা লাগান। পৌঁছে যান ওই দ্বীপে। এক্কেবারে কুমিরের সামনে। এর পরেই যা ঘটল, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মানুষ দেখে আক্রমণ করা দূরস্ত, রীতিমতো এবাচেকা খেয়ে গল কুমিরদুটি। মাতালের মাতলামিতে ঘাবড়ে গিয়ে পোঁ-পাঁ দৌড় লাগাল জলের মধ্যে। যদিও সামনা-সামনি দুটি কুমির দেখে এতটুকু ভয় পাননি মত্ত ব্যক্তি, নিতান্তই বিন্দাস ছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video