হায়দরাবাদ: কী কাণ্ড! তৃতীয়বার বিয়ে করার সময় স্বামীকে হাতেনাতে পাকড়াও করলেন স্ত্রী! বরের বিয়ের মণ্ডপে হাজির ছিলেন তিনি কোলে বাচ্চা নিয়ে! আর তারপর যে হাই ভোল্টেজ নাটকটি হল, তার ইডিও নেটদুনিয়ায় হুহু করে ভাইরাল! পোস্ট করতে না করতেই হটকেক!
ভিডিওটিতে দেখা যায়, কোলে বাচ্চা নিয়ে স্বামীর বিয়েতে হাজির রণংদেহী স্ত্রী। সেটি নাকি তাঁর বরের তৃতীয় বিয়ে। বিয়ের মণ্ডপে ছেলে কোলে নিয়ে হাজির হয়ে মহিলা জানিয়ে দিলেন, বিয়ের পাত্র হল তাঁর বর এবং কোলের বাচ্চা হল তাঁর-ই সন্তান। মহিলার দাবি তাঁর স্বামী ওরফে বিয়ের পাত্র নাকি বলেছিল, তিনদিনের জন্য হায়দরাবাদে যাচ্ছেন কাজে, অথচ বিয়ের পিড়িতে বসেতে চলেছে। হায়দরাবাদের এই ঘটনার একটি ভিডিও এখন নেটদুনিয়ার নয়া সেনসেশন।
ভিডিওতে দেখা যায়, মহিলা বিয়েবাড়িতে হাজির হয়েছেন একটি কালো বোরখা পরে। বিয়েবাড়ি তখন জমজমাট। চলছে দেদার খাওয়া-দাওয়া, অতিথিদের কলকাকলিতে মুখর বিয়ের ভেন্যু। আচমকাই ছন্দপতন। মহিলার দাবি, '' হায়দরবাদ যাওয়ার নাম করে বিয়ে করতে বসেছে। আমি ওঁর দ্বিতীয় স্ত্রীকেও এই বিয়ের কথা জানিয়েছি। কিন্তু সে কথা শুনে উনি অসুস্থ হয়ে পড়ায় আর আসতে পারেননি।''
ঘটনাস্থলে উপস্থিত পাত্রের বাবা-মাকেও এই বিয়েতে সম্মতি দেওয়ার জন্য ভর্ৎসনা করেন ওই মহিলা। এর পর পাত্রীর বাড়ির লোক তাঁকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাঁর কাছ থেকে পুরো ঘটনাটি শোনেন কনের বাড়ির লোক। মহিলা তাঁদের জানান, ২০১৪ সালের ১০ অক্টোবর তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর স্বামীর, যিনি এখন পাত্র হয়ে তৃতীয় বিয়ে করতে চলেছেন। তাঁর সঙ্গে বিয়ের ছ’ বছর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন তাঁর স্বামী। আর এ বার তৃতীয় বিয়েও করতে চলেছেন।
এর পরে ভিডিয়োয় দেখা যায় বিয়ে বাড়ি থেকে ধাক্কা দিতে দিতে বের করে দেওয়া হচ্ছে পাত্রকে। তাঁর পরণের শার্টটি খোলা। পরণে শুধুই হলুদ রঙের একটি লুঙ্গি। দেখে স্পষ্ট, বেদম পেটানো জুটেছে তাঁর ভাগ্যে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video