মৌ, উত্তর প্রদেশ: বিয়ের আনন্দে মেতে ছিলেন সকলেই। হইচই আর নাচ-গানে সরগরম ছিল বিয়ে বাড়ি। মালাবদল পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু তার পরেই ঘটে গেল চরম অপ্রীতিকর ঘটনা। আচমকাই যেন শাহরুখ খান ‘ভর’ করলেন বরের উপর। যা দেখে রীতিমতো চটে লাল হয়ে বিয়ে ভাঙলেন কনে। এমনকী, এই কাণ্ডের জন্য হবু বরকে গরাদের পিছনে পাঠাতেও পিছ-পা হননি তিনি!
রবিবার সন্ধ্যায় এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মৌ জেলা। সেখানকার আজমগড় জনপদের কোপাগঞ্জের দোস্তপুরা এলাকার বাহাদুর সোনকরের মেয়ের বিয়ে ছিল। সময়ে বরযাত্রী নিয়ে উপস্থিত হয়েছিলেন বরও। এদিকে তাঁদের আদর-আপ্যায়নে কোনও ত্রুটি রাখেনি কনেপক্ষও। সব কিছুই ঠিকঠাক চলছিল। এমনকী, রাত দশটার দিকে জয়মালা বা মালাবদলের অনুষ্ঠান শুরু হয়। জয়মালার মঞ্চে হবু বধূকে দেখে আমচকাই অদ্ভুত আচরণ শুরু করলেন বর। আর এতেই শুরু হয়ে যায় হাঙ্গামা। মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ যেন বদলে যায়! এ হেন পাত্রকে বিয়ে করতে অস্বীকার করেন কনে!
কিন্তু কী এমন করেছিলেন বর, যা দেখে মেজাজ হারিয়েছিলেন কনেও? আসলে স্থানীয় সূত্রে খবর, জয়মালা হওয়ার সময় কনেকে দেখে আচমকাই বলিউড বাদশা শাহরুখ খানের ডায়লগ আওড়াতে শুরু করেন বর। তিনি বলতে থাকেন, “মরতে দম তক লেকর যাউঙ্গা দুলহন, মাঙ্গ মে সিন্দুর ভি ডালুঙ্গা। আশিক হুঁ ম্যায়, কাতিল ভি হুঁ, সবকে দিলোঁ মে রাজ করনেওয়ালা ভি হুঁ, ম্য়ায় ওয়াদোঁ সে মুখরতা নেহি, মরনে সে ডরতা নেহি।”
আর হবু বরের মুখে এই ডায়লগ শুনে কনেপক্ষের মনে হতে থাকে যে, তাঁদের দিক থেকে নিশ্চয়ই কোনও ত্রুটি হয়েছে। যার কারণে চটে রয়েছেন বর। তাই বাড়ির হবু জামাইয়ের মানভঞ্জন করতে লেগে পড়েন তাঁরা। কিন্তু বরের রাগ ভাঙানো একপ্রকার দুষ্করই হয়ে উঠেছিল। কিছুতেই মানছিলেন না বর। এর পরেই বিয়েবাড়িতে শোরগোল পড়ে যায়। বিয়েতে আগত অনেক অতিথিই আবার বরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দেগে দেন। এর পরে পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যায়। ইতিমধ্যেই বর আবার জয়মালার মঞ্চে উঠে পড়ে অদ্ভুত আচরণ করতে শুরু করেন। এমনকী, বিয়েতে উপস্থিত অতিথিদেরও ধমক-ধামক দিতে শুরু করেন। হবু বরের এই অবস্থা দেখে যারপরনাই রেগে গিয়েছিলেন পাত্রীও। বিয়েতে বেঁকে বসেন এবং পুলিশ ডাকার ভয় দেখান। কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশের কথা শোনামাত্রই বর গর্জে ওঠেন, “পুলিশ ডাকো আর থানাকেই ডাকো- কেউ আমার কিচ্ছু করতে পারবে না!”
আরও পড়ুন- ঘুমের ব্যাঘাত কিংবা ভাল ঘুম না-হওয়া হয়ে উঠতে পারে প্রাণঘাতী! কীভাবে? জানুন গবেষকদের মতামত
ফলে বিয়েবাড়িতে হাঙ্গামা আরও বাড়তে থাকে। ইতিমধ্যেই খবর যায় পুলিশের কাছে। তারা এসে বরকে বোঝানোর অনেক চেষ্টা করে। কিন্তু সকলের সামনে ফের অদ্ভুত আচরণ শুরু করেন তিনি। বেগতিক বুঝে বরকে হেফাজতে নেয় পুলিশ। সেই সঙ্গে বর এবং কনের ভাইরাও আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttar Pradesh, Viral News, Viral Video