Slaping Game Video: আমরা বহু সময়েই নানান ধরনের খেলা দেখেছি যে খেলার সেই অর্থে কোনও মাথা মুণ্ডুও নেই ৷ তবে আজ এমন এক খেলার কথা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই খেলা হল টি দুই কন্যা একে অপরকে কষিয়ে চড়, থাপ্পড় কিল ঘুষি মারছেন ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ ভিডিওটি দেখতে দেখতে মাথা কাজ করা যেন বন্ধ হয়ে যাবে এমনই মনে করা হচ্ছে ৷ এই বিচিত্র খেলা খেলতে দেখা গিয়েছে দুই যুবতীকে ৷
View this post on Instagram
হাসি-ঠাট্টায় ছোটবেলায় অনেকেই এমন ধরনের খেলাধূলা করেছেন তবে সিরিয়াসলি এমন ভাবে একে অপরের গালে সপাটে চড় মারছেন এমন খেলা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কেউ বা কারা খেলতে পারে এমন ভাবনাটা হাজার চেষ্টা করেও মাথায় আসবে বলে মনে হয়না ৷ বড় হওয়ার পরেও যদি কেউ এমন খেলায় মজে থাকেন বা মশগুল থাকেন তাঁদের জন্য মোটেও এটা সুখকর নয় ৷
ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে দুই যুবতী পালা করে একে অপরের গালে চড় মারছেন এবং এই চড় কোনও রকম ভাবেই হাল্কা বা আস্তে আস্তে নয়, রীতিমত শরীরের সমস্ত শক্তি দিয়েই চড় মারছেন তাঁরা, বাদ নেই কিল, ঘুষিও ৷ ইনস্টাগ্রামে এই ভিডিওটি only._.sarcasm_ নামক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে যা দেখলে রীতিমত চমকে যেতে হয় ৷ এই মুহূর্তে ভিডিওটি সুপার গতিতে সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video