হোম /খবর /পাঁচমিশালি /
সিঁথিতে সিঁদুর হাতে শাখাপলা, বিয়ের দিনই কনের বাসর কাঁপানো নাচ, সুপার ভাইরাল

Viral Video: দুটি ভিডিওতে তোলপাড়! নতুন বেনারসী, গা ভর্তি গয়না-সিঁথিতে সিঁদুর হাতে শাখাপলা, বিয়ের দিনই কনের বাসর কাঁপানো নাচ, সুপার ভাইরাল

Viral Video|Wedding Video goes viral|Facebook Video goes viral|Wedding viral video: নতুন বউয়ের তুমুল নাচ, সেই ভিডিও দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

  • Last Updated :
  • Share this:

ফের সোশ্যাল মিডিয়ায় বড় ঝড় উঠেছে কেননা নতুন বউয়ের তুমুল নাচে তিন তিনটি বাম্পার ভিডিও (Viral Video) দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরল হয়েছে ৷ বিয়ের পরেই সিঁথিতে সিঁদুর হাতে শাঁখা-পলা হাতে গাছ কৌটো, জোড় নিয়ে বেনারসী শাড়ি পরে তুমুল নাচ নেচেছেন নতুন বউ ৷ সেই টুম্পা সোনা গানের সুরের সঙ্গে দুর্বার গতিতে নেচেছেন এক কনে ৷ নতুন বউয়ের উৎসাহ যেন বারেবারে ঝরে পড়ছে সোশ্যাল মিডিয়ায় ৷

গা ভর্তি গয়না নিয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নাচছেন নতুন বউ সেই ভিডিওই এখন ফেসবুকে সুপার ভাইরাল ৷ চারিদিকে অল্পবয়সী মেয়েরা পরিবেষ্টিত হয়ে আছেন ৷ তাতেই রীতিমত যেন ধামাকার সৃষ্টি করেছেন ৷ দুর্বাগতিতে ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral in social media) ৷ বিয়ের নানান রকমের রীতিনীতি, প্রচুর পরিশ্রম, নতুন বাড়িতে গিয়ে জীবন কেমন হবে এই রকম হাজার চিন্তার ভিড়ে প্রথাগত ছক ভেঙে কনের এমন অভিব্যক্তি যে আর পাঁচজন মহিলাদের বা মেয়েদের সাহস কিছুটা বৃদ্ধি করে তা আর বলার অপেক্ষা রাখেনা কেননা ৷

একপেশে নিয়মের বেড়াজাল থেকে সবাই বেরতে চান বাইরে, কিন্তু কেমন ভাবে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে? তাই তেমন ভাবে জানা নেই যেন কারোর ৷ তবে বিয়ের পরে নতুন বউয়ের এমন বিন্দাস মনোভাব যেন সত্যি সত্যি মনে নতুন আশার সঞ্চার ঘটায় তবে এই রকম ভাবে নতুন জীবনকে যেন সবাই উপভোগ করতে পারেন সেই আশাতেই যেন সবাই বুক বাঁধেন ৷

বিয়ের পরে সব ভাল হবে, আরও ভাল হবে, এতে কোনও দ্বিধা নেই বলতে যে এতদিন যা হয়েছে, তা ভাল হয়েছে, আজ যা হচ্ছে তা ভাল হচ্ছে আগামী দিনে হবে ভাল হবে ৷ এই আশাতেই যেন সবাই বুক বাঁধে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Viral Video