আমাদের চারপাশের পরিবেশ বদলে গিয়েছে আমূল । নগরোন্নয়নের যাঁতাকলে পড়ে পরিবেশকে আমরা ধীরে ধীরে ছেঁটে ফেলেছি আমাদের জীবন থেকে । জঙ্গল কেটে সাফ হয়েছে । পুকুর বুজিয়ে গগনচুম্বী আট্টালিকা তৈরি হয়েছে । গাছ কোথায়, যে পাখি বাসা বাঁধবে?
আর সে কারণেই ধীরে ধীরে অভ্যাস বদলাচ্ছে পশুপাখিরাও । অনেক সময়ই জঙ্গল থেকে লোকালয়ে হানা দিতে দেখা যায় বন্য জীবজন্তুদের । তাদের বাসস্থান কমে যাওয়াতেই ঘটে দূর্ঘটনা । তেমনই দেখা গেল এক কাঠঠোকরা পাখিকেও । নিজের বাসস্থান বদল করেছে সে ।
Urbanised woodpecker
Digging for nest in a concrete wall must be a new low.Had never realised that it’s beak can be so strong .. pic.twitter.com/CI2HM3WHhQ — Susanta Nanda (@susantananda3) August 23, 2020
কাঠঠোকরা নামেই রয়েছে তার পরিচয় । গাছে গুঁড়ি ঠুকরে ঠুকরে কোটর বানিয়ে সেখানে বাসা বানায় এরা । ইংরাজিতে তাই এদের বলে woodpecker । এ বার দেখা গেল সেই কাঠঠোকরা পাখি কংক্রিটের দেওয়াল ঠুকরে ঠুকরে বাসা বানাচ্ছে । তাদের আদি বাসস্থান গাছ কেটে ফেলেছে মানুষ । তাই নিরুপায় হয়ে এখন দেওয়ালেই কোটর বানাচ্ছে কাঠঠোকরা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video, Woodpecker