হোম /খবর /পাঁচমিশালি /
কিয়ারাকে বেশি সুন্দরী বলা! স্বামীকে কী করলেন স্ত্রী! ভাইরাল দাম্পত্য কলহ

Kiara Advani Wedding: কিয়ারাকে বেশি সুন্দরী বলা! স্বামীর কী অবস্থা করলেন স্ত্রী! রইল ভাইরাল দাম্পত্য কলহের ভিডিও

Kiara Advani Wedding: তিনি অতশত না বুঝেই স্ত্রীকে তুলনা করে ফেলেছিলেন কিয়ারার সঙ্গে৷ তার পর যা হওয়ার তা-ই হল

  • Share this:

সাতপাকে বাঁধা পড়লেন কিয়ারা আডবাণী৷ এদিকে তাঁর নাম বলে কী বিপত্তিতেই না পড়লেন এক যুবক৷ কারণ তাঁর দাম্পত্য কলহের কেন্দ্রেই রয়েছেন নবিবাহিতা তারকা৷ তাঁদের ঝগড়ার ক্লিপ এখন ভাইরাল৷ দোষের মধ্যে, তিনি অতশত না বুঝেই স্ত্রীকে তুলনা করে ফেলেছিলেন কিয়ারার সঙ্গে৷ তার পর যা হওয়ার তা-ই হল৷ বলিউড নায়িকাদের সঙ্গে তুলনা করলেই যে স্ত্রী গদগদ হয়ে আহ্লাদিত হবেন না, হাড়ে হাড়ে টের পেলেন ওই যুবক৷

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে এক মহিলা রাগত অবস্থায় রান্না করছেন৷ সেখানে তাঁর স্বামী এসে তাঁকে বোঝানোর চেষ্টা করে চলেছেন৷ কাতর কণ্ঠে বলছেন, ‘তার মানে কোনও নায়িকাকে আমার ভাল লাগতে পারে না?’

আরও পড়ুন :  মহিলাদের জন্যেও আছে কন্ডোম! জেনে নিন ফিমেল কন্ডোম বা ফেমিডোমের খুঁটিনাটি

উত্তরে ঝাঁঝিয়ে তাঁর স্ত্রী বলছেন, ‘তুমি কেন আমার সঙ্গে তুলনা করবে? তুমি বলোনি যে কিয়ারাকে আমার সুন্দর দেখতে!’ নিজের সাফাই গাইতে বেচারা স্বামী বললেন, ‘আমি অভিনয়ের কথা বলছিলাম’৷ এ বার আরও সপাট জবাব, স্ত্রী বললেন, ‘কী বলতে চাও, আমি অভিনয় করি?’

ভিডিও-র শেষে এল অর্ধাঙ্গিনীর সেই অমোঘ বাণী, ‘তুমি কিয়ারার কাছেই চলে যাও৷ আজ রাতে তুমি খেতে পাবে না!’ এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷ নেটিজেনরা একমত যে মোক্ষম শিক্ষা হয়েছে স্বামীর৷

 

অনেকেই তাঁকে উপদেশ দিয়েছেন যে স্ত্রীকে কারওর সঙ্গে তুলনা না করতে৷ যদি তুলনা করেও থাকেন, তাহলে বলতে হবে সবার থেকে নিজের স্ত্রী-ই সেরা৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Kiara Advani, Viral