হোম /খবর /পাঁচমিশালি /
ল্যাম্পপোস্ট ঘিরে বেদি? না শূন্যে হাঁটছেন মহিলারা? অবিশ্বাস্য এই ভিডিও দেখুন

Viral Video: ল্যাম্পপোস্ট ঘিরে বেদি? না শূন্যে হাঁটছেন মহিলারা? এই ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস হবে না!

অপটিক্যাল ইলিউশন হলেও খুব অন্যরকমের তো বটেই

অপটিক্যাল ইলিউশন হলেও খুব অন্যরকমের তো বটেই

Viral Video: হাতে আঁকা বেদির ধার ঘিরে যখন হেঁটে যাবেন শিল্পীরা, নিজের চোখকে বিশ্বাস হবে না। মনে হবে, বেদির ধার ঘিরেই হাঁটছেন তাঁরা, রাস্তায় নয়, অথবা বিচরণ করছেন শূন্যে।

  • Share this:

অপটিক্যাল ইলিউশন যে ইন্টারনেটের দুনিয়ায় এখন কতটা জনপ্রিয়, তা বলে বোঝানো মুশকিল। প্রায় রোজই এই ধরনের কোনও না কোনও ছবি, কোনও না কোনও ভিডিও ভাইরাল হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তবে এবার যে ভিডিও ভাইরাল হল, তা অপটিক্যাল ইলিউশন হলেও খুব অন্যরকমের তো বটেই!

আসলে এই অপটিক্যাল ইলিউশন কোনও ধাঁধাঁ নয়, মাথা খাটানোর কোনও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে না ইউজারের দিকে। শুধু এই অনবদ্য শিল্প যাঁরা সৃজন করেছেন, তাঁদের মাথা খাটানোর কারিগরিকে কুর্নিশ করতে শেখাচ্ছে।

ব্যাপারটা কীরকম, তা খুব অল্প করে হলেও বলে বোঝাতে হয়। এবার ভাইরাল হওয়া ভিডিওতে যা আমরা দেখছি তার পোশাকি নাম থ্রি-ডি আর্ট। এই শিল্পে মাটির বুকে বা দেওয়ালের বুকে, মোদ্দা কথা, সমতল কোনও পৃষ্ঠে একটা ছবি আঁকা হয়- তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু ওই ছবির মধ্যেই লুকিয়ে থাকে বিশুদ্ধ বিস্ময়, যা কখনও কখনও দর্শককে বিপন্নও করে তোলে বইকি!

 

যেমন, পুনম আর্ট অ্যাকাডেমির তরফে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এই ভিডিওটার কথাই ধরা যাক! সবার প্রথমে দেখা যাচ্ছে রাস্তায় একটা ল্যাম্পপোস্ট। তার চারপাশ দিয়েই স্রেফ চকখড়ির সাহায্যে গোল দাগ কেটে রীতিমতো এক থ্রি-ডি বেদি বানিয়ে ফেললেন দুই মহিলা। দেখে মনে হবে- যেন সিমেন্টের একটা বেদির মাঝে ল্যাম্পপোস্টটা রয়েছে।

পরের ধাপেই চমকে ওঠার পালা! ওই হাতে আঁকা বেদির ধার ঘিরে যখন হেঁটে যাবেন শিল্পীরা, নিজের চোখকে বিশ্বাস হবে না। মনে হবে, বেদির ধার ঘিরেই হাঁটছেন তাঁরা, রাস্তায় নয়, অথবা বিচরণ করছেন শূন্যে।

সঙ্গত কারণেই ভিডিও ভাইরাল হয়েছে, বলতেই হয়! আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই লাফিয়ে লাফিয়ে তার ভিউ বেড়েই চলেছে। এখনও পর্যন্ত ৫৬০৮ লাইক পেয়েছে, এই জয়যাত্রা অব্যাহত। ‘আপ মহান হো’, ‘দ্যাটস সো কুল’- ইউজারদের মন্তব্যই তার সাক্ষ্য দিচ্ছে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Optical Illusion Image, Viral