হোম /খবর /পাঁচমিশালি /
মাথার চুল উপড়ে বসল শতাধিক খাঁটি সোনার চেন! জনপ্রিয় র‍্যাপারের আজব কীর্তি Viral..

Viral Video|| কী সর্বনাশ! মাথার চুল উপড়ে বসল শতাধিক খাঁটি সোনার চেন! জনপ্রিয় র‍্যাপারের আজব কীর্তি তুমুল ভাইরাল...

জনপ্রিয় র‍্যাপ গায়ক ডান সুর।

জনপ্রিয় র‍্যাপ গায়ক ডান সুর।

Viral Video of Mexican Rapper Dan Sur: মাথা ন্যাড়া করে চুলের জায়গায় অস্ত্রোপচার করে (surgically implanted) হাজার খানেক সোনার চেন মাথায় পুঁতে (gold chain surgically implanted into scalp) নিলেন জনপ্রিয় র‍্যাপ গায়ক ডান সুর (Popular Rapper Dan Sur)।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#ভাইরাল ভিডিও: মাথা ন্যাড়া করে চুলের জায়গায় অস্ত্রোপচার করে (surgically implanted) হাজার খানেক সোনার চেন মাথায় পুঁতে (gold chain hooks surgically implanted into his scalp) নিলেন জনপ্রিয় র‍্যাপ গায়ক ডান সুর (Popular Rapper Dan Sur)। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। সকলেই চুলে রঙ করে গোল্ডেন করে নেয়। তাই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট (extreme transformation) করা এই মেক্সিকান র‍্যাপার (Mexican rapper) চেয়েছিলেন সোনালি হয়ে যাক তাঁর চুলও। কিন্তু ডাই করে সোনালি রঙ করতে চাননি। তাই সোনার চেন (Gold Chain) দিয়ে নিজের চুল বদলে ফেলেছেন তিনি। যাতে তাঁকে অন্তত আর কেউ নকল না করতে পারে।

২৩ বছর বয়সী র‍্যাপার ডান সুর (Dan Sur) একটি টিকটিক ভিডিওতে দাবি করেছেন, তিনিই পৃথিবীর প্রথম র‍্যাপার, যিনি প্রাকৃতিক চুল বদলে ফেলেছেন সোনার চেন দিয়ে। এখন তিনি সোনার চুলের (Gold Hair) অধিকারী। তাঁকে আর কেউ চাইলেও নকল করতে পারবেন না। সেই ভিডিও ভাইরাল হয়েছে (Viral Video) সোশ্যাল মিডিয়ায় (Social Meia)।

আরও পড়ুন: নামমাত্র পোশাকে চরম ব্যস্ত রাস্তার ট্র্যাফিক আটকে উদ্দাম নাচ তরুণীর, তুমুল ভাইরাল ভিডিও...

View this post on Instagram

A post shared by Dan Sur (@dansurig)

View this post on Instagram

A post shared by Dan Sur (@dansurig)

View this post on Instagram

A post shared by Dan Sur (@dansurig)

চলতি বছরের এপ্রিল মাসে এই আশ্চর্যজনক অস্ত্রোপচারটি (bizarre surgery) করান তিনি। বিদেশি সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, ডান সুরের মাথায় হুক দিয়ে সোনার চেনগুলি খুলিতে আটকে দেওয়া হয়েছে। তবে এই চিকিৎসা একেবারেই করা ঠিক নয় বলেই মত ডান সুরের চিকিৎসক প্লাস্টিক সার্জেন ফ্রাঙ্ক আগুলোর। তিনি জানিয়েছেন, এতে মাথার অনেক ক্ষতি হয়। এমনকি যে কোনও সময় মাথার খুলি ফেটে যেতে পারে ভার বেশি হয়ে যাওয়ার জন্য।

আরও পড়ুন: মলিন চেহারা! ট্রেনের কামরায় ঢোল বাজিয়ে গান গাইছে প্রতিভাবান খুদে, তুমুল ভাইরাল ভিডিও...

View this post on Instagram

A post shared by Dan Sur (@dansurig)

তবে এটাই প্রথবার নয়। এর আগে নিজের সমস্ত দাঁত সোনায় মুড়ে ফেলেছিলেন (golden braces on his teeth) ডান সুর। ইংরাজী সংবাদপত্র Metro-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ডান সুর জানিয়েছেন, তিনি চুলে রঙ বা ডাই করানোর জন্য গিয়েছিলেন (want to dye his hair like everyone else)। তিনি কিছু অন্যরকম করাতে চাইছিলেন। এরপরই তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। প্লাস্টিক সারজেনের কাছে গিয়ে নিজের মাথা ভর্তি চুলের জায়গায় সোনার চেন প্রতিস্থাপন করে নেন। তাঁর দাবি, এ বারে তাঁকে আর কেউ নকল করতে পারবে না।

আরও পড়ুন: উনুনে বসানো কড়াইয়ে টগবগ করে ফুটছে জল, তার মধ্যেই বসে ছোট্ট ছেলে! তোলপাড় সোশ্যাল মিডিয়া...

View this post on Instagram

A post shared by Dan Sur (@dansurig)

View this post on Instagram

A post shared by Dan Sur (@dansurig)

আরও পড়ুন: সাত পাকে ঘুরে স্ত্রীর পায়ে ঠেকালেন মাথা! রীতি ভেঙে তুমুল ভাইরাল নবদম্পতির বিয়ের ভিডিও...

প্রসঙ্গত,  Lil Uzi Vert নামে একজন র‍্যাপার তাঁর মাথায় ২৪ মিলিয়ন ডলার খরচ করে হীরে বসিয়েছিলেন। স্মপ্রতি তাঁর নাম সংবাদ শিরোনামে আসে ফের। তিনি জান্নান, একটি লাইভ কনসার্টে তাঁর মাথার একটি হীরে এক ভক্ত চুরি করতে গিয়েছিলেন ভিড়ের মধ্যে। কিন্তু তিনি ঝাঁপিয়ে পড়ে তা উদ্ধার করে নেন।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Gold, Viral Video