তামাম জীবকূলে মা ও সন্তানের এক অটুট বন্ধন৷ এই একটি সম্পর্কে মানুষ-সহ পৃথিবীর সব প্রাণী এক সুতোয় বাঁধা৷ কুয়োয় পড়ে যাওয়া সন্তানকে কী ভাবে একটি বাঁদর বাঁচাল, সেই ভিডিও ভাইরাল ইন্টারনেটে৷ সন্তানকে কুয়ো থেকে অসাধারণ দক্ষতার সঙ্গে তুলল মা বাঁদরটি৷
ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন IFS অফিসার সুশান্ত নন্দ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ ক্যাপশনে ওই অফিসার লেখেন, 'মায়ের এই ভালোবাসাই ওদের সেরা কম্যান্ডো করে তুলতে পারে৷'
দেখুন সেই ভাইরাল ভিডিও
Love of mother can make them the best commandos pic.twitter.com/Ha0bBhsy50
— Susanta Nanda IFS (@susantananda3) July 26, 2020
ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, একটি শিশু বাঁদর কুয়োয় পড়ে গিয়েছে৷ কুয়োর দেওয়াল বেয়ে সে কিছুতেই উঠতে পারছে না৷ তখনই মা বাঁদরটি এক পাঁ দিয়ে কুয়োর পাড়ে নিজেকে আটকে সর্বশক্তি দিয়ে ঝুঁকে শিশু বাঁদরটিকে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে আনল৷
Love of mother can make them the best commandos pic.twitter.com/Ha0bBhsy50
— Susanta Nanda IFS (@susantananda3) July 26, 2020
Definitely yes, mother's love is unconditional, pious and selfless. Thanks Susanta.
— G MAHA (@gour_mahapatra) July 27, 2020
ট্যুইটার ব্যবহারকারীরা রীতিমতো স্তম্ভিত মা বাঁদরটির বুদ্ধিতে৷