#পুদুচেরি: পিছনের আসনে বসে থাকা স্ত্রীয়ের কোলে সদ্যোজাত সন্তান৷ এই অবস্থায় দ্রুত গতিতে থাকা দু'টি বাসের মাঝখান দিয়ে স্কুটি নিয়ে গলতে গিয়ে চূড়ান্ত বিপদ ডেকে এনেছিলেন এক ব্যক্তি৷ দু'টি বাসের মধ্যে আটকে যায় স্কুটিটি (Puducherry Road Accident Viral Video)৷ কিন্তু বরাতজোরে রক্ষা পান স্কুটিটে সওয়ার তিনজন৷ ভয়ঙ্কর এই দুর্ঘটনার ছবি সিসিটিভি-তে ধরাও পড়েছে৷ যা দেখে আঁতকে উঠেছেন অনেকে৷
গত শনিবার ঘটনাটি পুদুচেরির কলমন্ডাপম গ্রামের৷ প্রাণে বেঁচে গেলেও ওই দম্পতি এবং তাঁদের সদ্যোজাত সন্তানের ছোটখাটো আঘাত লেগেছে (Puducherry Viral Video)৷ কিন্তু সিসিটিভি ফুটেজের সৌজন্যে দুর্ঘটনার ছবি দ্রুত ভাইরাল হয়৷ পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে৷
আরও পড়ুন: পরীক্ষার খাতায় ছাত্রের আজগুবি উত্তর দেখে কোমায় গেলেন শিক্ষক! নেটিজেনরা হেসেই অস্থির
ভিডিও দেখে বোঝা যাচ্ছে (Road Accident Video), সামনে থাকা একটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়েছিলেন স্কুটি চালক৷ সেই সময়ই উল্টো দিক থেকে একটি বাস চলে আসে৷ উল্টো দিক থেকে আসা বাসটির সঙ্গে ধাক্কা লেগে স্কুটির নিয়ন্ত্রণ হারান চালক৷ যার ফলে দু'টি বাসের মধ্যে আটকে যায় স্কুটিটি৷ কিন্তু বরাতজোরে স্কুটিটে থাকা দম্পতি বা তাঁদের সদ্যোজাত সন্তানের বড় কোনও আঘাত লাগেনি৷ কারণ স্কুটিটিকে নিয়ন্ত্রণ হারাতে দেখে দ্রুত বাসগুলি থামিয়ে দেন দুই চালক৷ একটি বাসে থাকা সিসিটিভি-তেই দুর্ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়৷ দু'টি বাসের যাত্রীরাও ওই দম্পতির সাহায্যে এগিয়ে আসেন৷
পুদুচেরির পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, সদ্যোজাত সন্তান কোলে থাকা সত্ত্বেও ওই দম্পতি দ্রুত গতিতে স্কুটি নিয়ে যাচ্ছিলেন৷ তার জেরেই এই দুর্ঘটনা ঘটে৷ ওই আধিকারিক বলেন, 'কলমন্ডাপম গ্রাম সহ অন্যান্য গ্রামের দিকে রাস্তা সংকীর্ণ হওয়ায় আমরা বাস সহ অন্যান্য সব যানবাহনের চালকদেরই গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছি৷' এ ক্ষেত্রে যে ওই স্কুটি চালক সেই পরামর্শ কানে তোলেননি, তা দুর্ঘটনার ভিডিও থেকেই স্পষ্ট হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video