হোম /খবর /পাঁচমিশালি /
দেখতে ঠিক যেন নরেন্দ্র মোদি! পানিপুরিওয়ালার ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়

Viral Video: ঠিক যেন নরেন্দ্র মোদি! পানিপুরিওয়ালার ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়

এক সময়ের ‘চা-বিক্রেতা’ মোদিই কি এবার ‘পানিপুরিওয়ালা’? (Photo: Instagram)

এক সময়ের ‘চা-বিক্রেতা’ মোদিই কি এবার ‘পানিপুরিওয়ালা’? (Photo: Instagram)

আচমকা এই ভিডিও দেখে মনে হবে যেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই পানিপুরি বেচছেন!

  • Share this:

আনন্দ, গুজরাত: পরনে সাদা কুর্তা। উপরে চাপানো গেরুয়া রঙা জহর কোট। মাথা ভর্তি সাদা চুল এবং মুখে কাঁচা-পাকা চাপদাড়ি। একটি দোকানে পানিপুরি বিক্রি করছেন তিনি। আচমকা এই ভিডিও দেখে মনে হবে যেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই পানিপুরি বেচছেন!

এমনিতে তাঁর চা-বিক্রির কথা তো আমরা সকলেই জানিই। কারণ এক সময় রেল স্টেশনে চা বিক্রি করতেন মোদি। আর শৈশব থেকে এভাবেই রীতিমতো সংগ্রাম করে তিনি আজ দেশের প্রধানমন্ত্রীর পদ সামলাচ্ছেন। ফলে সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবি দেখে অনেকেই ভেবেছিলেন যে, এবার কি তাহলে পানিপুরি বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হলেন মোদি! একেবারেই না! আদতে ওই ব্যক্তিকে দেখতে একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো। তাঁর ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- আগামী সপ্তাহে মহাকাশে ঘটতে চলেছে এক অনন্য ঘটনা! অতি দুর্লভ এই মুহূর্তের সাক্ষী থাকবেন কীভাবে?

আসলে বিশ্বে একই রকম চেহারার মানুষ সাধারণত হামেশাই দেখা যায়। এমনকী বড় বড় ব্যক্তিত্বদেরও যমজ রয়েছে। যেমন - দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো চেহারার মানুষের ছবিও ভাইরাল হয়েছিল। একটি কার্টে চাট বিক্রি করতে দেখা গিয়েছিল তাঁকে। এ-বার সামনে এল মোদিজির মতো চেহারার মানুষের ছবি। কিন্তু ওই ব্যক্তির আসল পরিচয় কী?

প্রধানমন্ত্রীর মতো দেখতে এই ব্যক্তি গুজরাতের আহমেদাবাদেই পানিপুরির দোকান চালান। নাম অনিলভাই ঠক্কর। তাঁর মুখের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুবহু মিল রয়েছে। এমনকী মিল রয়েছে কণ্ঠস্বরেও! এমন সাদৃশ্য খুবই বিরল! আবার তাঁর সাজপোশাকও পুরোপুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কায়দাতেই। একটি পানিপুরির দোকান চালান অনিলভাই ঠক্কর। তাঁর দোকানে ৫ ধরনের আইটেম পাওয়া যায়। মাত্র ১৫ বছর বয়স থেকেই এই পেশায় রয়েছেন।

আরও পড়ুন- আর দিন কয়েক পরেই রাশি পরিবর্তন করতে চলেছেন বুধ! এই তিন রাশির জীবনে আসতে চলেছে শুভ সময়

ভাইরাল ভিডিওটিতে সফল এই পানিপুরি ব্যবসায়ীকে মজা করে বলতে শোনা যায়, “সকলে আমাকে ‘মোদি’ বলেই ডাকেন। কারণ আমার সাজপোশাক এবং সাইড ফেস মোদির সঙ্গে মেলে। আর এটা আমার ভালই লাগে। কারণ তিনি এক সময় চা-ওয়ালা ছিলেন। আর আমিও এক জন পানিপুরিওয়ালা। খুব একটা পার্থক্য বোধহয় নেই!” তিনি আরও যোগ করেন যে, লোকে আমায় বলে, “কাকা, আপনি যদি পানিপুরি না বিক্রি করে চা বিক্রি করতেন, তাহলে বোধহয় আপনিও ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারতেন।”

ভাইরাল হওয়া ভিডিওটিতে অনিলভাই ঠক্করের দোকান এবং তাঁর কথাই উঠে এসেছে। ইনস্টাগ্রামে ‘eatinvadodara’ নামে একটি পেজ থেকে শেয়ার করা হয় এই ভিডিও। এর ভিউ এখনও পর্যন্ত ৮.৪ মিলিয়ন। অর্থাৎ ৮৪ লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিওটি। আর কয়েক লক্ষ মানুষ ওই ভিডিওটি লাইক করেছেন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Gujarat, Viral News, Viral Video