হোম /খবর /পাঁচমিশালি /
পাশে এ আবার কী...! জলে নামতেই চমকে গেলেন ডুবুরি, পরে যা হল, দেখুন ভিডিও

Viral Video: পাশে এ আবার কী...! জলে নামতেই চমকে গেলেন ডুবুরি, পরে যা হল, দেখুন ভিডিও

জলে নামতেই চমকে গেলেন ডুবুরি

জলে নামতেই চমকে গেলেন ডুবুরি

Viral Video: সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে

  • Share this:

সব প্রাণীই যে ক্ষতিকারক, এমনটা কিন্তু নয়। মাঝে মধ্যে এমনও ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা মানুষের সঙ্গে পশুর খুনসুটি মেজাজেও মুহূর্তও দেখতে পাই। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও দেখেই কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

@_B___S নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ভিডিওতে একটি সিলকে সমুদ্রের গভীরে একজন ডুবুরির সঙ্গে খেলা করতে। ভিডিওটি ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে যে, সিলটি শিশুর মতো খেলছিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ১০ ​​লাখের বেশি ভিউ পেয়েছে ভিডিওটি।

 

ভিডিওটি আদতে কোনও সমুদ্রের তা এখনও জানা যায়নি। কিন্তু ৩০ সেকেন্ডের এই ভিডিওটি এখন দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওতে একজন ডুবুরিকে সিলের সঙ্গে দেখা গিয়েছে। সিলটির শিশুসুলভ আচরণের জন্য বেশি ভাইরাল হয়েছে ভিডিওটি।

নেটিজেনদের কাছেও ভিডিও বেশ জায়গা করে নিয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, 'সিল হল ডুবুরিদের কাছে সামুদ্রিক কুকুরছানা।' নেটিজেনদের কেউ কেউ এমন ক্যাপশনের প্রশংসাও করেছেন। ভিডিওটিতে প্রচুর লাইক এবং কমেন্ট হয়েছে। শেয়ারও হয়েছে দেদার।

আরও পড়ুন, হাতে মাত্র ২-৩ ঘণ্টা সময়! ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

আরও পড়ুন, শুধু মামলাই সরল না! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরেক নির্দেশেও দেওয়া হল স্থগিতাদেশ

তবে অনেকে আবার সাবধানও করে দিয়েছে। সিলের আক্রমণ করার ঘটনার খবরও মাঝেমধ্যে আসে। তাই এক্ষেত্রে সাবধান করে দিয়ে অনেক নেটিজেন জানিয়েছেন, "এসব ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। কারণ সমুদ্রে সাহায্য পাওয়া সহজে যাবে না। এরা বিপজ্জনক প্রাণী। ফলে এসব ক্ষেত্রে সজাগ থাকাও উচিত।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Viral Video