হোম /খবর /পাঁচমিশালি /
ছোট্ট ছেলের পিঠে চেপেছে পেল্লাই কুমির! মানুষ-কুমিরে দারুণ বন্ধুত্ব! ভাইরাল ভিডিও

Viral Video: ছোট্ট ছেলের পিঠে চেপেছে পেল্লাই কুমির! মানুষ-কুমিরে দারুণ বন্ধুত্ব! ভাইরাল ভিডিও

Viral Video: কুমির দেখলেই ভয়ে গায়ে কাটা! কিন্তু এই ছোট্ট ছেলেটির কাণ্ড দেখলে অবাক হয়ে যাবেন! ভাইরাল ভিডিও

  • Share this:

নয়া দিল্লি:  সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটার আসার সঙ্গে সঙ্গে নতুন একটা কথার জন্ম হয়েছে। ভাইরাল। এই শব্দটি সোশ্যাল মাধ্যমের আগে কোথাও ছিল না। ভাইরাল ভিডিও বললেই চোখের সামনে ভেসে ওঠে নানা মজার কাণ্ড বা স্বাভাবিক নয় এমন কিছু। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে তেমনই এক ভিডিও শেয়ার হয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গেছে।

কুমির দেখলেই আমাদের মনে আতঙ্ক হয়। এই বুঝি কামড়ে খেয়ে নিল হাত পা। সব তো আর বিজ্ঞাপনের কুমির নয়। যে চকলেট খাওয়ার জন্য কাজলের পিছনে ছুটবে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটা দেখলে আপনার মনে হতেই পারে, না না কুমিরও বোধহয় খুব গোবেচারা প্রাণী। জলে কুমির ভেবে ভয় পাবার বোধহয় কোনও কারণ নেই।

View this post on Instagram

A post shared by Earth Reels (@earth.reel)

আরও পড়ুন: বিশ্বাস অর্জনের জন্য চাকরি প্রার্থীদের নিয়ে ভুয়ো পরীক্ষার ব্যবস্থা! লাখ লাখ টাকা গায়েব করে অয়ন শীল!

ইনস্টাগ্রামের আর্থ ডট রিল নামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি সাত আট বছরের বাচ্চা পিঠে কুমিরকে চাপিয়ে দিব্য হেঁটে চলে যাচ্ছে। হা করে তাকিয়ে দেখছে গোটা এলাকার লোক। দেখে মনে হচ্ছে যেন পিঠে স্কুল ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে ওই খুদে। কুমিরটিও টু শব্দ করছে না। এতো ভারি মজার বন্ধুত্ব। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। এই ভিডিও দেখার পর আর কুমিরকে ভয় করবে কী!

Published by:Piya Banerjee
First published:

Tags: Crocodile, Instagram, Viral Video