হোম /খবর /পাঁচমিশালি /
দিব্যি বসে ফোন দেখছে তরুণী! কিন্তু কোলে ওটা কী? এ দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেবে...

Viral Video: দিব্যি বসে ফোন দেখছেন তরুণী! কিন্তু কোলে ওটা কী? এ দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেবে...

দৃশ্য দেখে শিউরে উঠছে সকলে

দৃশ্য দেখে শিউরে উঠছে সকলে

Viral Video: যে দৃশ্য কল্পনা করলেও বুক কেঁপে উঠবে, বাস্তবে ঠিক সেটাই ঘটেছে দেখে চোখ কপালে উঠেছে সবার।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: এই বিশ্ব চরাচরের জীবজগতের মধ্যে যে প্রাণীটি অন্যতম ভয়ঙ্কর সেটি নিঃসন্দেহে সাপ। তাই এই সাপ নিয়ে বিভিন্ন শিউরে ওঠার মতো ভিডিয়ো আজকাল মাঝে মধ্যেই ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। তবে এবার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে যা দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। ইনস্টাগ্রামের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাড়ির চাতালে বসে রয়েছেন এক তরুণী। আর তার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে একটি সাপ।

আরও পড়ুন: বিয়ের দিন নতুন বউয়ের মোচড়! স্বামী পারলেন না লড়তে, সেই রাতেই তুলকালাম কাণ্ড...

কিন্তু এ শুধু পোষ্য সাপ নয়। এই সাপের চেহারা দেখলে যে কেউ ভয়ে চমকে উঠবেন। এ যে সে সাপ নয়, লম্বায় নয় নয় করে একেবারে ২০ ফুট! যে দৃশ্য  (Viral Video) কল্পনা করলেও বুক কেঁপে উঠবে, বাস্তবে ঠিক সেটাই ঘটেছে দেখে চোখ কপালে উঠেছে সবার। আদৌ ঠিক দেখছি তো?

শোনা গিয়েছে, এই ভিডিয়ো  (Viral Video)  ইন্দোনেশিয়াতে তোলা হয়েছে। তবে সত্যিই এই ভিডিয়ো ইন্দোনেশিয়ার কি না, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ভিডিয়ো যেখানকারই হোক না কেন, এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা।

ভিডিয়োতে দেখা গিয়েছে, তরুণীর কোলের উপর সাপ শুয়ে থাকলেও তাঁর কোনও হেলদোল নেই  (Viral Video)। বরং এক হাতে ফোন নিয়ে দিব্যি সেটাই দেখে চলেছেন তরুণী। আর একটা হাত দিয়ে সাপের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। মনে হচ্ছে যেন তরুণীর কোলে কোনও বাচ্চা শুয়ে রয়েছে। আর তাকে আদর দিয়ে ভুলিয়ে রেখেছেন তরুণী। ওদিকে বিশাল সরীসৃপ দৈত্য হিস হিস করতে দেখা যায় নির্বিকার।

আরও পড়ুন: টুকটুকে লাল শাড়িতে কোমর দুলিয়ে কাঁপিয়ে নাচ! নেটপাড়া মাতিয়ে ভাইরাল পান্তাভাতের কুণ্ডু

গত ১৮ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। এতদিনে প্রায় ১.২ মিলিয়ন লোক ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে জড়ো হয়েছে অসংখ্য কমেন্ট। নেটিজ়েনদের সকলেই চমকে গিয়েছেন ওই তরুণীর কাণ্ডকারখানা দেখে। কীভাবে ওই তরুণী এত সাহস পেলেন তা দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে। সাপটিও কেন এত শান্তভাবে শুয়ে আছে তা নিয়েও সন্দেহ জেগেছে নেটিজ়েনদের মনে। তবে সবমিলিয়ে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে এই আশ্চর্য ভিডিও।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Snake, Viral Video