#নয়া দিল্লি: বিয়ে মানেই মজার কিছু ঘটনা ঘটবেই। বলা হয় মেয়ের বিয়ের আয়োজন করা সব থেকে কঠিন কাজ। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু মজার মজার ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সেখানে কখনও বরকে নিয়ে মজা হয়। কখনও আবার বউকে নিয়ে চলে নানা মজার কাণ্ড! সেসব ভাইরাল হতেও সময় লাগে না। তবে এসব কিছুর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে যায়। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন!
ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর বহুবার শেয়ার হয়েছে। এই ভিডিও দিয়ে মজার মিমও তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে হবু বরের পাশে নতুন বউয়ের সাজে বসে আছেন কনে। কনের মুখ ভার। অন্যদিকে বর গল্প করতে ব্যস্ত আর এক মহিলার সঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে কনের থেকে হবু বরের বয়স বেশ অনেকটাই বেশি। ভাবছেন তো এতে আর নতুন কী! ট্যুইস্ট রয়েছে এখানেই।
View this post on Instagram
আরও পড়ুন: দুষ্টু হাতিকে জব্দ করবে দুই কুনকি হাতি! ঝাড়গ্রামে কাজ শুরু করল শম্ভু ও মীনাক্ষী!
হঠাৎ দেখা যায় বিয়ে বাড়ির প্যান্ডেলের পিছন থেকে হাতে সিঁদুর নিয়ে হাজির কনের প্রেমিক! সে সকলের নজর এড়িয়ে একেবারে কনের পিছনে এসে দাঁড়ায়। তারপর হাতে সিঁদুর নিয়ে পাঁচ বার কনের সিথিতে পরিয়ে দেয়। এদিকে খেয়াল নেই কারও হবু বর পাশে বসেই তখনও অন্য মহিলার সঙ্গে গল্পে ব্যস্ত। এখানেই শেষ নয় সিঁদুর পরিয়ে কনের হাত ধরে বরের পাশ থেকে তুলে নিয়ে যায় প্রেমিক। কিন্তু প্রশ্ন হল ভিডিওটি করল কে? প্রেমিক কী আগে থেকেই ভিডিও করার জন্য কাউকে বলে রেখেছিলেন? নাকি পুরোটাই রিল বানানোর জন্য করা হয়েছে। আগে থেকেই স্ক্রিপটেড! ভিডিও দেখে তো তাই মনে হচ্ছে। না হলে কারও চোখ পড়ল না কেন? গোটা ঘটনায়? তবে সে যে কারণেই হোক, এই ভিডিও এখন তুমুল ভাইরাল নেট দুনিয়ায়। আজকাল ইউটিউবাররা যে কী কী করেন ভিডিও বানানোর জন্য তা বোঝা মুশকিল!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Viral, Viral Video