#নয়াদিল্লি: আবেগ শুধু কি মানুষেরই রয়েছে? শুধুমাত্র মানুষ্য জাতিই কি আবেগ প্রকাশে সক্ষম৷ উত্তর অবশ্যই, না৷ কারণ পশুপাখিদের মধ্যে দেখা যায় আবেগের বহিঃপ্রকাশ৷ বাড়ির পোষ্য যেমন মালিককে পেলেই আনন্দে আত্মহারা হয়, তেমনই মালিক বিয়োগে বিমর্ষ হয়ে পড়ে৷ এমনই একটি আবেগপ্রবণ ভিডিও সামনে এল, যেখানে দেখা যাচ্ছে সঙ্গীর মৃত্যুতে পাখির শোকপ্রকাশ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। সঙ্গীর মৃত্যুর পর তার মৃতদেহের পাশে কাঁদতে দেখা যাচ্ছে একটি পাখিকে।সে তার ঠোঁট দিয়ে মৃত সঙ্গীকে বারবার তোলার চেষ্টা করছে। খুব মন খারাপ করা এই ভিডিও, চোখে জল আনছে সাধারণ মানুষের৷
আরও পড়ুন Viral: হবু কনের প্রতারণা, চরম রেগে পাত্র যেভাবে নিলেন বদলা
সঙ্গী হারানোর যন্ত্রণা ফুটে উঠছে বারবার৷ বেদনায় ফেটে যাচ্ছে বুক। সঙ্গী হারানোর শোকে পাখির একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। ভিডিওতে দেখা গিয়েছে যে, রাস্তার পাশে একটি পাখি পড়ে রয়েছে৷ তার মৃত্যু হয়েছে৷ মৃত পাখিটির পাশে ঘুরঘুর করছে আর একটি পাখি৷ বোঝা যাচ্ছে মৃত পাখির সঙ্গী এই পাখিটা৷ তাই সঙ্গীকে হারিয়ে সে করুণ সুরে কাঁদছে৷ চিঁ চিঁ শব্দে এদিক ওদিক করছে৷ খালি রাস্তায় যেন সাহায্য চাইছে...যদি কেউ এসে বাঁচিয়ে দিতে পারে তার সঙ্গীকে, এটা যেন প্রত্যাশা৷ পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়৷ এই ভিডিওটি গত বছরই টুইটারে শেয়ার করা হয়েছিল। ভিডিওটি এতটাই নজরকাড়া, যে আবারও শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখলে চোখে জল আসবে৷
ভিডিওটি আইএফএস অফিসার সুশান্ত নন্দা তার টুইট্যার অ্যাকাউন্টে গত বছর শেয়ার করেছিলেন। এটি অস্ট্রেলিয়ান গেলাহ, যা গোলাপী এবং ধূসর কাকাতুয়া নামেও পরিচিত। সাধারণত এদের একজন সঙ্গীই থাকে। সেই সঙ্গীকে হারানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। চোখের জলে সঙ্গীকে বিদায় জানানোর এই ভিডিও অন্যদেরও চোখে জল এনেছে৷ অনেকবার সঙ্গীকে ওঠানোর চেষ্টা করেছে সে, চিৎকার করেছে এবং শেষ পর্যন্ত কাতর সুরে ডেকেই চলেছে৷ মেনেই নিয়েছে সঙ্গীর মৃত্যু৷
Australian Galah, also known as the pink and grey cockatoo, mates for life. Partner grieving at the death of its mate...
— Susanta Nanda IFS (@susantananda3) July 4, 2021
The farewell at the end(0.45sec) will break ones heart. pic.twitter.com/vSFGb99KE8
তার কাতর আওয়াজ শুনে অন্যান্য পাখিরাও চলে আসে সেখানে৷ সবাই যেন তাকে আশ্বস্ত করার চেষ্টা করে৷ দেখে মনে হয় যেন শোকসভা চলছে৷ আবেগঘন ভিডিও দেখে মানুষের মন ভারাক্রান্ত হয়। পশু-পাখিরা বহুগামী , তবে অনেকক্ষেত্রে দেখা যায় যে একজন সঙ্গীর সঙ্গে জীবন কাটাচ্ছে তারা৷ এমন পরিস্থিতিতে অনেক সময় সঙ্গী হারানোর শোক তাদের সহ্য হয় না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral, Viral Video