#ভাইরাল ভিডিও: বিয়ে বাড়ি (Wedding Viral Video) মানেই নাচ-গান, হট্টগোল। সাজগোজ, দেদার মজা, খুনসুটি। আর অবাঙালি বিয়েতে বাড়তি পাওনা চোখ ধাঁধানো মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান (Bangla News)। সেখানে ভাল পারফর্ম করার জন্য মাসখানেক ধরে কোরিওগ্রাফারের (Choreographer) কাছ থেকে নাচের তালিম নেন পরিবারের সদস্যরা। এমনকি ছেলে-মেয়ে নির্বিশেষে ঘনিষ্ঠ আত্মীয়েরাও বিয়ে বাড়িতে পারফর্ম (Dance Performance) করার জন্য মুখিয়ে থাকেন।
সেরকমই একটি বিয়েবাড়ির ভিডিও (Wedding) সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেখানে দেওর বা দেবর অর্থাৎ বরের ভাইয়ের বিয়েতে বৌদিকে জনপ্রিয় 'লো চলি ম্যায়' গানে নাচতে দেখা গিয়েছে। সেই সময়ে পিছনের স্টেজে পুরোহিত মশাই বিয়ের আয়োজন করছিলেন।
আরও পড়ুন: বিয়ের দিন স্টেজে তুমুল নাচ ! অনুষ্ঠান জমিয়ে দিলেন বর-বউ, দেখুন ভাইরাল ভিডিও
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল সলমন খান (Salman Khan) এবং মাধুরী দিক্ষীত (Madhuri Dixit) অভিনীত 'হম আপকে হ্যায় কৌন' (Hum Aapke Hain Koun)। সেখানে অভিনেত্রী রেনুকা সাহানেকে সলমন এবং মাধুরীর জন্য নাচতে দেখা গিয়েছিল লতা মঙ্গেশকরের গাওয়া 'লো চলি ম্যায় আপনে দেবর কি বারাত লে কর' গানে (Bangla News)। তবে সিনেমায় প্রথম অবস্থায় সলমনের সঙ্গে মাধুরীর বিয়েতে বাধা পড়ে চিত্রনাট্যের বাঁধুনিতে। পরে অবশ্য সিনেমার শেষে পরিণতি পায় প্রেম (Viral Video)। তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেওরের বিয়ের দিনেই ভাবী অর্থাৎ বৌদিকে নাচতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: বিশাল বেবি বাম্প নিয়ে সাধের অনুষ্ঠানে হবু মায়ের উদ্দাম নাচ! তুমুল ভাইরাল ভিডিও...
আরও পড়ুন: কফিনে বাবার মৃতদেহ! সামনে সাহসী পোশাকে সেলফিতে মজে মেয়ে! ছবিতে তোলপাড় নেটদুনিয়া...
দেওরের বিয়েতে বৌদির পরনে লাল-সাদা লেহেঙ্গা (Wedding Viral Video)। দেওরের পরনে শেরওয়ানি। নতুন কনের পরনে লাল শাড়ি, গা ভর্তি গয়না-মাথায় ফুলের মালা। ভিডিওতে দেওরের বিয়ের আনন্দে মেতে উঠে, জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন তিনি। বৌদির এই অসাধারণ এবং আত্মবিশ্বাসী নাচের পরে তা আত্মীয়দের তো বটেই নেটিজেন দেরও প্রশংসা কুড়িয়েছে (Bangla News)। ভিডিওটি ইতিমধ্যেই হাজার হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেখেছেন এবং নাচের জন্য বাহবা দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video