হোম /খবর /পাঁচমিশালি /
ভারত-চিন সীমান্তে মুরগি ডিম পাড়লে তা কোন দেশের হবে..? ৯০%উত্তরই ভুল! আপনি জানেন?

ভারত-চিন সীমান্তে মুরগি ডিম পাড়লে তা কোন দেশের হবে...? ৯০ % উত্তরই ডাহা ভুল! আপনি বলুন দেখি?

ডিমের মালিক কে হবে বলুন তো?

ডিমের মালিক কে হবে বলুন তো?

Viral || Trending News: সঠিক উত্তর চমকে দেবে! পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে।

আরও পড়ুন...
  • Share this:

ভাইরাল ট্রেন্ডিং নিউজ: কোনও নামি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করা প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে। কিন্তু তার জন্য প্রয়োজন ভাল ভাবে চাকরির পরীক্ষায় উর্তীর্ণ হওয়া। এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার এমন কিছু প্রশ্নের উত্তর-সহ একটি তালিকা দেখে নেওয়া যাক…

ধাঁধা কে না ভালোবাসেন! ছোটবেলার স্কুল জীবন থেকে বড় বয়সে সোশ্যাল মিডিয়ার পাতায় অনেকেই আছেন যাঁরা ধাঁধার উত্তর সমাধান করতে বসে পড়েন। কখনও তো আমরা এমন প্রশ্নও শুনতে পাই যেগুলির উত্তর দিতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় সবার। বর্তমান সময়ে চাকরির বাজারে ইন্টারভিউতেও এমনই কিছু ধাঁধায় প্রচলিত প্রশ্নোত্তরের মধ্যে জিজ্ঞেস করা হয়। লক্ষ্য একটাই, বুঝে নেওয়া পরীক্ষার্থীর বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত্ব কত বেশি। প্রশ্নগুলির মাধ্যমে প্রার্থীদের IQ যাচাই করা সম্ভব হয়। এমনকি IAS-এর ইন্টারভিউতেও এহেন প্রশ্ন করা হয়। যার উত্তর দিতে গিয়ে বেশ বেগ পেতে হয় প্রার্থীদের। আর সেই কারণেই এটি দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবেও বিবেচিত হয়।

আরও পড়ুন: মেয়েদের কী না থাকলে বিয়ে হয় না...? ৯৯% মানুষই দিয়েছেন ভুল উত্তর! আপনি জানেন?

এই ধরণের প্রশ্নের তালিকায় থাকে বেশ কিছু মজাদার প্রশ্ন যার জানার পর রীতিমতো অবাক হয়ে যান সকলেই। ইন্টারভিউতে হঠাৎ এমন প্রশ্ন করা হলে সেগুলির উত্তর খুব সহজ হলেও সেই মুহূর্তে মাথায় আসে না। এমন প্রশ্ন সম্বলিত বেশ কিছু তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মাঝে মধ্যেই। এই প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই কিছু প্রশ্ন তুলে ধরলাম। ইন্টারভিউতে যাওয়ার আগে এই প্রশ্নগুলিতে চোখ বুলিয়ে নিলে এগুলি আপনাকে সাহায্য করতে পারে।

আরও পড়ুন: কাঠফাটা গরমে 'কম্বল' বিক্রি...? বৃদ্ধের কাণ্ডে তোলপাড় নেটপাড়া! কারণ শুনে চক্ষুচড়কগাছ!

প্রশ্ন ১: কোন দেশের গণপরিবহণে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়?

উত্তর: লুক্সেমবার্গ।

প্রশ্ন ২: কোন দেশে সাপ পাওয়া যায় না?

উত্তর: নিউজিল্যান্ড।

প্রশ্ন ৩:ভারত-চিন সীমান্তে কোনও মুরগি ডিম পাড়লে ডিমটি কার হবে?

উত্তর: মুরগির।

প্রশ্ন ৪: গোলাপ, লিলি ও পদ্মের মধ্যে মিল কোথায়?

উত্তর: এগুলির সবগুলিই ফুল।

প্রশ্ন ৫: ভারতে প্রথম আধার কার্ডটি কাকে দেওয়া হয়েছিল?

উত্তর: মহারাষ্ট্রের বাসিন্দা রঞ্জনা সোনাওয়ানেকে।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Trending News, Viral