বেঙ্গালুরু : মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলিতে মাথা গোঁজার ঠাঁই যোগাড় করা যে কত কঠিন, তা হাড়ে হাড়ে টের পান ছাত্র ছাত্রী এবং অল্পবয়সি চাকুরেরা। আকাশছোঁয়া অঙ্কের এককালীন জমা রাখার অর্থ বা ডিপোজিট মানি তাঁদের অধিকাংশের ধরাছোঁয়ার বাইরে। ভয়ঙ্কর এই সমস্যাকে রসিকতার ছলে প্রকাশ্যে আনলেন বেঙ্গালুরুর এক ভাড়াটে। বাড়িওয়ালাদের অতিরিক্ত চাহিদাকে ব্যঙ্গ করে একটি পোস্টার বানিয়েছেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এক ট্যুইটারেত্তি একটি মজার পোস্টারের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি সেতুর পোলে লাগানো রয়েছে সাদামাঠা পোস্টার। সেখানে লেখা রয়েছে, 'বাঁ দিকের কিডনি বিক্রি করব। বাড়িওয়ালা যা সিকিওরিটি ডিপোজিট মানি চাইছেন, তার জন্য টাকা দরকার।'
আরও পড়ুন : বৃদ্ধাশ্রমে থাকার সময় আলাপ ও প্রেম, বিয়ে করলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ও বৃদ্ধা
Does this qualify for @peakbengaluru? pic.twitter.com/GGuMZXy2iH
— Ramyakh (@ramyakh) February 25, 2023
পরে স্পষ্ট হয়, কিডনি বিক্রির কথা নিছক মজা করে লেখা। আসলে ওই যুবক বেঙ্গালুরুর ইন্দিরানগর এলাকায় বাড়ি ভাড়া নিতে চান। তার জন্য শুরু করেছেন সন্ধানপর্ব। কিন্তু বাড়িওয়ালা যে টাকা চাইছেন, তার বহর দেখেই এহেন পোস্টার। সেখানে কিউআর কোড দেওয়া আছে। স্ক্যান করে বিজ্ঞাপনদাতার প্রোফাইলে পৌঁছতে পারবেন বাড়িওয়ালারা।
আরও পড়ুন : দাম সামান্য, আটপৌরে এই পাতাই লিভার ভাল রাখার চাবিকাঠি অথচ আমরা মনেই রাখি না
অভিনব এই পোস্টার দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল। সকলের একই কথা-রসিকতার ছলে আসল সমস্যাই তুলে ধরেছেন ওই যুবক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।