হোম /খবর /পাঁচমিশালি /
পেটে যন্ত্রণা হওয়ায় বাথরুমে যেতে বিপত্তি! পরের ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে

Viral News: পেটে তীব্র যন্ত্রণা হওয়ায় বাথরুমে যেতেই বিপত্তি! পরের ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে

পেটে তীব্র যন্ত্রণা হওয়ায় বাথরুমে যেতেই বিপত্তি! পরের ঘটনা জানলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।

  • Share this:

জর্জিয়া: আমরা আমাদের জীবনে বহু ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকি। তবে এক অদ্ভুত বিষ্ময়কর ঘটনা ঘটেছে- জর্জিয়ার এক সহিলার সঙ্গে যা জানলে ভিরমি খেতে হবে। বহুদিন ধরেই পেটে যন্ত্রণা অনুভব করছিলেন মার্লা ম্যাক এন্টিয়ার নামের এক মহিলা। একদিন হঠাৎ করেই বেদনা তীব্র হতে শুরু করে , যন্ত্রণা সহ্য করতে না পেরে বাথরুমে যান মার্লা । তার পরেই ঘটে এক বিষ্ময়কর ঘটনা মার্লার গর্ভ থেকে জন্ম হয় এক শিশুর। যদিওবা তিনি মা হতে চলেছেন এ বিষয়ে একেবারেই কোনও ধারনা ছিল না মার্লার।

শুধু তাই নয়, প্রতি মাসে মাসিকও হতো তাঁর । তাঁর এই অদ্ভুত অভিজ্ঞতা সম্পর্কে নিজেই জানিয়েছেন মার্লা। মার্লার বয়স ৩৪ বছর ।  তিনি জানান, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একদিন হঠাৎ করেই পেটে ব্যথা হতে শুরু করে। অ্যাসিডিটির কারণেই হয়তো পেটে ব্যথা হতে পারে এমনই মনে করেছিলেন তিনি।

কিন্তু বাথরুম যেতেই বিপত্তি দেখা দেয়। জন্ম নেয় এক ফুটফুটে সদ্যজাত। ঘটনা দেখে প্রায় অচৈতন্য হওয়ার মতো অবস্থা হয় মার্লার কোনও মতে শিশুটিকে বাথরুম থেকে তুলে নিয়ে এসে চিকিৎসককে ফোন করেন।

আরও পড়ুন: 'বেশরম রং'-এ ঝড় তুলল এই মেয়ে, তরুণীর নাচে রীতিমতো তোলপাড় সামাজিক মাধ্যম

শিশুটির ওজন প্রায় ১৬০ পাউন্ড মতো ছিল বলে জানিয়েছেন তিনি।  মার্লা ম্যাক এন্টিয়ার এও জানিয়েছেন যে একবার  তাঁর মাসিকের সমস্যা হওয়ায় তিনি  গর্ভাবস্থা পরীক্ষার কিট দিয়ে পরীক্ষা করেন কিন্তু ফলাফল নিগেটিভ আসায় তিনি পুরোপুরি নিশ্চিত  হয়ে যান যে তিনি গর্ভবতী নয়। এমনকী কোনওদিন শিশুটির নড়াচড়াও অনুভব করেনি মার্লা । পরে সদ্যজাতকে নিয়ে হাসপাতালে যেতে শিশুটি একেবারে সুস্থ বলে জানান চিকিৎসক।

Published by:Anulekha Kar
First published:

Tags: Viral, Viral News