হোম /খবর /পাঁচমিশালি /
নিজের ছেলের সন্তানের মা হলেন এই মহিলা! ৬৮ বছর বয়সে জন্ম দিলেন মেয়ে

Viral: নিজের ছেলের সন্তানের মা হলেন এই মহিলা! ৬৮ বছর বয়সে জন্ম দিলেন মেয়ে, কারণ জানলে চোখ কপালে উঠবে

নিজের ছেলের সন্তানের মা হলেন এই মহিলা! ৬৮ বছর বয়সে জন্ম দিলেন মেয়ে

নিজের ছেলের সন্তানের মা হলেন এই মহিলা! ৬৮ বছর বয়সে জন্ম দিলেন মেয়ে

নিজের ছেলের সন্তানের মা হলেন এই মহিলা!

  • Share this:

নাতি - নাতনির মুখ দেখতে কে না ভালবাসে! তবে সেই নাতি নাতনি যদি নিজের গর্ভের সন্তান হয় তখন কেমন হবে? শুনে চোখ কপালে উঠলেও এমন এক বিরল ঘটনা ঘটেছে স্পেনের এক মহিলার সঙ্গে। নিজের ক্যন্সার আক্রান্ত ছোট ছেলেকে অকালেই হারান এই মহিলা। তবে সন্তানের স্বপ্ন পূরণ করতে নিজের নাতি নাতনির জন্ম দেন তিনি।

দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সী অ্যানা ওব্রেগন তাঁর ২৭ বছর বয়সী ছেলে অ্যালেস ২০২০ সালে ক্যান্সারের কারণে মারা যায়। দু'বছর ধরে এই মারাত্মক রোগের সঙ্গে লড়াই করছিলেন অ্যালেস। একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানির সিইও ছিলেন তিনি। কেমোথেরাপির আগে তিনি তার শুক্রাণু  সংরক্ষণ করেছিলেন। এই পৃথিবীতে নিজের সন্তানের জন্ম দেওয়ার সবসময়  ইচ্ছা ছিল অ্যালেসের।

ক্যান্সার থেকে সেরে উঠেই তিনি সংসার করবেন ও সন্তানের জন্ম দেবেন এমনই ইচ্ছে ছিল তাঁর।  কিন্তু  শেষ পর্যন্ত এই ইচ্ছা পূর্ণতা পেল না। বেশিদিন বাঁচতে পারেননি অ্যালেস। তাই তার শেষ ইচ্ছা পূরণ করতেই আইভিএফ পদ্ধতিতে মা হয়েছেন  তার মা অ্যানা। অ্য়ালেসের মৃত্যুর পরে,  সারোগেসির সাহায্যে  নিজের ছেলের সন্তানের মা হয়েছেন তিনি।

আরও পড়ুন: গরমের নিদান কাঠের কুলার! ঘর ঠান্ডা রাখায় হার মানাচ্ছে এসি-কেও!

আনা জানান, যে সপ্তাহে ছেলে মারা যায়, সেই সপ্তাহেই তাঁকে বাবা হওয়ার কথা জানিয়েছিলেন অ্যালেস।  তাই ৬৮ বছর বয়সে,  নিজের নাতনির জন্ম দিলেন অ্যানা। গত  ২০ মার্চ মিয়ামির একটি হাসপাতালে অ্যালিসের কন্যা অনিতার জন্ম দেন আনা । আইনত শিশুটি আনার। অ্যালিস একবার তার মাকে বলেছিলেন যে তিনি তার প্রথম সন্তানের নাম তার নামে রাখবেন।এটি মাথায় রেখে, আনা ছোট্ট মেয়েটির নাম রেখেছেন অ্যানা সান্দ্রা লিকুইও ওব্রেগন। এই বয়সে মেয়ে সন্তান পেয়ে অত্যন্ত খুশি আনা।

Published by:Anulekha Kar
First published:

Tags: Offbeat, Viral News