কলকাতা: বিশ্বজুড়ে কত ধরনের ফ্যাশন ট্রেন্ডিং হয়ে ওঠে আচমকাই। নেলপলিশে পিঁপড়ে আটকে রাখা থেকে বিশাল বিশাল ভ্রু। কোনওটাই সাজের ট্রেন্ড থেকে বাদ পড়েনি। একবার এমনই এক অদ্ভুত ফ্যাশন ট্রেন্ডিং হয়ে পড়েছিল বিশ্বজুড়ে। সাধারণত নাকের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসা লোম ট্রিম করা, ছেঁটে ফেলা বা তুলে ফেলাই ছিল দস্তুর। কিন্তু সেবার সেই নাকের লোমই বাইরে বের করে ফ্যাশন।
না, তবে নিজেদের নাকের ভিতরের রোমকে বড় করে তার পর তা দিয়ে ফ্যাশন নয়। বরং নকল আইল্যাশ পেঁচিয়ে তা নাকের ফুটোয় লাগিয়ে মহিলাদের বিকট সাজ। করোনা আসার আগের বছরই বিশ্বজুড়ে ট্রেন্ড হয়েছিল এই নাকের লোম বাড়িয়ে তা দিয়ে সেজে ওঠার কাজ। নানা দেশ থেকে নানা ফ্যাশনিস্তারা তাদের নাকের লোমের সাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: নাকের লোম তুলছেন? এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে! জানুন
আচমকা এই ধরনের ছবি বা ভিডিও দেখলে মনে হতেই পারে, নাকের ভিতর থেকে মাকড়সা উঁকি দিচ্ছে। নাকের লোম এমনিতে বাইরের ধুলোবালি, ব্যাকটেরিয়াকে আটকাতে সাহায্য করে। তবে এভাবে এত বড় নাকের লোম তা শারীরিক কোনও ক্ষতি বা সাহায্য করবে কি না তা অবশ্য জানা যায়নি। দেখুন সেই বিকট ফ্যাশনের ভিডিও, যা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: 'ভাইরাল' বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?
তবে বিশেষজ্ঞরা সব সময়ই পরামর্শ দিয়ে থাকেন, নাকের লোম কখনওই উপড়ে না ফেলতে। এতে সাময়িক ভাবে দেখতে সুন্দর লাগলেও, এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে, তা অনেকেই জানেন না। নাক দিয়ে নিশ্বাস নেওয়ার সময় আমরা যতটা বাতাস ভিতর পর্যন্ত টেনে নিই, তা নাক ফিল্টার করে। নাকের ভিতরে থাকা লোমগুলি সর্বপ্রথম ধুলোবালি থেকে রক্ষা করার জন্য ফিল্টার হিসেবে কাজ করে থাকে। নাকের লোম বেশি বড় হয়ে গেলে তা কাঁচি বা ট্রিমার দিয়ে কেটে ফেলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fashion, Viral News, Viral Video