হোম /খবর /পাঁচমিশালি /
ক্লাসরুমে ছাত্রীর সঙ্গে সম্পর্ক! শিক্ষককে বের করে বিয়ে দিলেন স্থানীয়রা

Teacher's marriage with student: ক্লাসরুমে ছাত্রীর সঙ্গে সম্পর্ক! শিক্ষককে বের করে বিয়ে দিলেন স্থানীয়রা

ক্লাসরুমে ছাত্রীর সঙ্গে সম্পর্ক! শিক্ষককে বের করে বিয়ে দিলেন স্থানীয়রা

ক্লাসরুমে ছাত্রীর সঙ্গে সম্পর্ক! শিক্ষককে বের করে বিয়ে দিলেন স্থানীয়রা

Nalanda teacher and student marriage: বিহারের নালন্দা জেলার সারি থানা এলাকার এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রেমের সপ্তাহে এমন ঘটনা স্বাভাবিক ভাবেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

  • Share this:

নালন্দা: ছাত্রীর সঙ্গে সম্পর্ক! মারধর করে ভিডিও তুলে বিয়ে দিয়ে দিলেন গ্রামের বাসিন্দারা। বিহারের নালন্দা জেলার সারি থানা এলাকার এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রেমের সপ্তাহে এমন ঘটনা স্বাভাবিক ভাবেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

জানা গিয়েছে, বিহারের নালন্দা জেলার সারি থানা এলাকার গিলানি গ্রামে একটি বেসরকারি স্কুলের এক শিক্ষকের সঙ্গে তাঁর ছাত্রীকে জড়িয়ে এমন ঘটনা ঘটেছে। শিক্ষককে মারধর করে ওই ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিতে বাধ্য করেন এলাকার বাসিন্দারা। তাঁর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেন।

আরও পড়ুন- মাত্র ৯ বছর বয়সেই গ্র্যাজুয়েট ! কামাল করল আমেরিকার বালক

সূত্রের খবর, ওই গ্রামের বাসিন্দারা গত বেশ কিছুদিন ধরেই তক্কে তক্কে ছিলেন। তাঁদের দাবি, তাঁরা জানতে পেরেছিলেন বেসরকারি ওই স্কুলের একটি বন্ধ ঘরে ওই শিক্ষক এক ছাত্রীর সঙ্গে অশালীন কাজকর্ম করেন। সম্প্রতি তাঁরা স্কুলের ওই শিক্ষক এবং ছাত্রীকে ধরে নিয়ে যান। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় যুবককে। তারপর তাঁকে বাধ্য করা হয় ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে।

জানা গিয়েছে, অভিষেক কুমার নামে ওই শিক্ষক গত মঙ্গলবার স্কুলে একাই ছিলেন। সেখানে আসেন ওই ছাত্রীও। এই খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা তাঁদের উপর চড়াও হন।

আরও পড়ুন- সিড-কিয়ারার বিয়ে নিয়ে সরগরম বলি-পাড়া! কিন্তু জানেন কি অভিনেত্রীর আসল নাম ‘কিয়ারা’ নয়? নাম পরিবর্তন করেছেন আরও অনেক তারকাই

পুলিশের দাবি, গোটা ঘটনাটি তাঁরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই জানতে পেরেছেন। এবিষয়ে কোনও তরফেই কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি। তবে লিখিত অভিযোগ হলেই তাঁরা পদক্ষেপ করবেন।

এদিকে ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। একদল যেমন স্থানীয় বাসিন্দাদের পক্ষ নিয়ে শিক্ষক হেনস্থার পক্ষে কথা বলছেন, তেমনই বিপক্ষ মতও জোরদার। অনেকেই প্রশ্ন তুলেছেন, দু’জন মানুষের মধ্যে সম্পর্ক থাকলে স্থানীয় বাসিন্দাদের কী বলার থাকতে পারে! আবার অনেকেই প্রশ্ন তুলেছেন ছাত্রীর বয়স নিয়ে। নাবালিকা ছাত্রীর সঙ্গে ঠিক কেমন সম্পর্ক পাতিয়েছিলেন অভিষেক কুমার সে প্রশ্ন তুলে অভিষেককে কাঠগড়ায় তুলেছেন অনেকে। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে ছাত্রী নাবালিকা হলে তার সিঁথিতে সিঁদুর দেওয়ার মতো ঘটনা গ্রামবাসী ঘটালেন কী করে!

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bihar, Viral News