বন্দে ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা-এই ছবি এখন ভাইরাল। নেটমাধ্যমে নেটিজেনদের চর্চার কেন্দ্রে ছবিটি। আইএএস অফিসার অবনীশ শরণের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে অত্যাধুনিক এই ট্রেনের মেঝেতে পড়ে রয়েছে ফাঁকা জলের বোতল, খাওয়ার পাত্র এবং প্লাস্টিকের ব্যাগ। পড়ে থাকা সব ময়লা ঝাঁট দিচ্ছেন এক কর্মী। আইএএস অফিসার অবনীশ শরণ ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন "আমরা মানুষ"।
ছবিটি ঘিরে এসেছে একাধিক মন্তব্য। এক ট্যুইটারেত্তি লিখেছেন, 'আমাদের দেশের নাগরিক তাঁর নিজের কর্তব্য জানেনা না। কিন্তু কোনটা উচিত, কোনটা অনুচিত বেশ জানে। পরিবর্তে পরিচ্ছন্নতার প্রতি নিজেদের দায়িত্ব সকলে মনে রাখলেই ভাল।' ট্রেনের ভিতরে এভাবে ময়লা ছড়িয়ে ফেলার আচরণেরও নিন্দা করেন নেটিজেনরা। আর এক ট্যুইটার ব্যবহারকারীর মন্তব্য, 'আমরা সব সময় সুবন্দোবস্ত ও পরিকাঠামো দাবি করি। কিন্তু জানিই না কী করে পরিষেবাকে পরিচ্ছন্ন রাখতে হয় বা কীভাবে এর যত্ন করতে হয়।' অনেকেই একে লজ্জাজনক বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন : কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে
“We The People.”
Pic: Vande Bharat Express pic.twitter.com/r1K6Yv0XIa — Awanish Sharan (@AwanishSharan) January 28, 2023
আর এক নেটিজেনের মন্তব্য, ট্রেনের নাম যাই হোক না কেন, ভারতে এই ছবি খুব স্বাভাবিক। দেশবাসী নিজেদের কর্তব্যবোধ সম্বন্ধে সচেতন না হলে এই ছবি পাল্টাবে না বলে মত নেটিজেনদের। চলতি মাসের গোড়াতেই ট্রনের কামরা পরিষ্কার রাখার জন্য যাত্রীদের কাছে আবেদন করে রেল কর্তৃপক্ষ। কারণ সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারতের কামরা অত্যন্ত নোংরা হয়ে ছিল। সেকেন্দ্রাবাদ থেকে যাত্রা শুরুর পর নিয়মিত সাফাই অভিযান সত্ত্বেও যখন বন্দে ভারত ট্রেনটি বিশাখাপত্তনমে পৌঁছয়, তখন দেখা যায় এর কামরাগুলি নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vande Bharat Express