এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ অদ্ভুত আচরণ করে ভাইরাল হচ্ছেন মানুষ৷ কেউ প্রশংসা পাচ্ছেন, কারও ভাগ্যে জুটছে শুধুই তিরস্কার৷ তেমনই এক ভিডিও ভাউরাল হয়েছে৷ ভিডিওতে এক অদ্ভুত ধরনের চুলের স্টাইল দেখা গিয়েছে। কনের লম্বা চুলের বিনুনিতে রয়েছে হরেক চকোলেট।
View this post on Instagram
কিটক্যাট, ফাইভস্টার, মিল্কিবার সবকিছুই পেয়ে যাবেন কনের চুলে৷ কারও মাথা নাকি চকলেটের দোকান তা বোঝা দায়৷ ছবি দেখে নেটিজেনরা যেমন বাহবা দিয়েছেন তেমন বিরূপ প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকে৷
শুধু চুলের স্টাইল নয়৷ তিনি কানের দুল হিসাবে পরেছেন ম্যাঙ্গো বাইট৷ কপালের টিকলি হিসাবে পরেছেন চকোলেট৷ প্রতিটাই তাঁর হলুদ পোশাকের সঙ্গে ম্যাচ করে৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সঙ্গে সঙ্গে লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে৷ তবে একজন নেটিজেন লিখেছেন, শিশুদের থেকে সাবধান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video