হোম /খবর /পাঁচমিশালি /
অবাক কাণ্ড! বাবা-মায়ের থেকে মাত্র ৩ বছরের ছোট যমজ সন্তান

Viral News: অবাক কাণ্ড! তোলপাড় সোশ্যাল মিডিয়া, বাবা-মায়ের থেকে মাত্র ৩ বছরের ছোট যমজ সন্তান! দুর্বার গতিতে ভাইরাল

অবাক কাণ্ড! তোলপাড় সোশ্যাল মিডিয়া, বাবা-মায়ের থেকে মাত্র ৩ বছরের ছোট যমজ সন্তান! দুর্বার গতিতে ভাইরাল

অবাক কাণ্ড! তোলপাড় সোশ্যাল মিডিয়া, বাবা-মায়ের থেকে মাত্র ৩ বছরের ছোট যমজ সন্তান! দুর্বার গতিতে ভাইরাল

  • Share this:

মায়ের থেকে মাত্র ৩ বছরের ছোট ২ যমজ সন্তান! অবিশ্বাস্য এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকায়। মায়ের সঙ্গে মাত্র ৩ বছর ও বাবার সঙ্গে মাত্র ৫ বছরের ফারাক এই দুই সন্তানের। এই তাজ্জবজনক ঘটনায় সাড়া পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে।

অডি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, রাচেল রিজওয়ে এবং তার স্বামী ফিলিপ, ৪ সন্তানের বাবা, মা। গত বছরের ৩১ অক্টোবর যমজ সন্তানের জন্ম দেন রাচেল। কিন্তু আশ্চর্যের বিষয় হল সন্তানরা তাঁর থেকে মাত্র ৩ ও ৫ বছরের ছোট।

আরও পড়ুন: এই দেশে অধিক জল পান করলে হয় জরিমানা! হতে পারে ৬ মাসের কারাদণ্ড....

আসলে এই যমজ সন্তানের ভ্রুণ বহু বছর আগে থেকে সংরক্ষণ করে রাখা ছিল। ১৯৯২ সালে সংরক্ষণ করা হয় এই যমজ সন্তানের ভ্রুণ। তদনুসারে, ভ্রূণের বয়স ৩০ বছর, রাশিয়ালের বয়স ৩৩ বছর এবং তার স্বামীর বয়স ৩৫ বছর। দুটি শিশুই দীর্ঘতম সংরক্ষিত ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশু হওয়ার রেকর্ড গড়েছে।

এর আগে এই রেকর্ডটি জিতে ছিল ২০১৭ সালে জন্ম নেওয়া মলি গিবসনের যাকে ভ্রুণ অবস্থায় ২৪ বছর ধরে সংরক্ষণ করে রাখা হয় । মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ভ্রূণ দান কেন্দ্রে বহুদিন ভ্রূণটি সংরক্ষিত করা হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বসুন্দরীর শিরোপা জিতেছে এই মুরগি! এর তাক লাগানো সৌন্দর্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

তবে যমজ সন্তানের আসল  পিতামাতা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। এই ভ্রূণগুলি তরল নাইট্রোজেনে হিমায়িত করে রাখা হয়েছিল বলে জানা যায়। ফিলিপ জানান,  যে এই ভ্রুণের আসল জন্ম হওয়ার সময় তাঁর মাত্র ৫বছর বয়স ছিল।

জানা গিয়েছে যে এই যমজ সন্তানের বাবা ALS নামক মস্তিষ্কের রোগে মারা গিয়েছে তবে এ বিষয় জানা সত্ত্বেও ভ্রূণটিকে জন্ম দিতে চান ফিলিপ ও রাচেল। এবং বড় হওয়ার পর তাদের জন্ম সম্পর্কে সমস্ত সত্যি জানানো হবে বলে জানিয়েছেন দম্পতি।

Published by:Anulekha Kar
First published:

Tags: Offbeat, Offbeats News