Home /News /off-beat /
Toilet Meaning Viral Video: ‘টয়লেট’ মানে কী? আজব জবাব দিল স্কুলছাত্র! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়ায়

Toilet Meaning Viral Video: ‘টয়লেট’ মানে কী? আজব জবাব দিল স্কুলছাত্র! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়ায়

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

Toilet Meaning Viral Video: সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসি আর থামেনা নেটিজেনদের। এক স্কুলছাত্রের জেনারেল নলেজের প্রমাণ পাওয়া গিয়েছে এই ভিডিওতে।

 • Share this:

  #ভাইরাল ভিডিও: সোশ্যাল মিডিয়া এমন এক জায়গা, যেখানে আমাদের অবসর সময়কে মনোরঞ্জন করতে কিছু না কিছু আমরা পেয়েই যাই। এই মাধ্যমে আমাদের সামনে যেমন হাসির ভিডিও (Viral Video) উঠে আসে, তো আবার বিভিন্ন ঘটনা নিয়ে থাকে নানা ধরণের সাধারণ জ্ঞান। কোনও ছবি বা ভিডিও এখানে আমাদের কাঁদায় আবার কোনটি দেখলে বা শুনলে হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসি আর থামেনা নেটিজেনদের। এক স্কুলছাত্রের জেনারেল নলেজের প্রমাণ পাওয়া গিয়েছে এই ভিডিওতে (Toilet Meaning Viral Video)।

  ভিডিওটিতে (Viral Video) কোনও একটি ক্লাসরুম দেখতে পাওয়া যাচ্ছে। , যেখানে এক রিপোর্টারের দ্বারা অপর এক স্কুলছাত্রকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে দেখা যায়। প্রথমে অবশ্য সবকিছু স্বাভাবিক থাকে; এক্ষেত্রে বাবার পেশা, স্কুলে খাওয়া-দাওয়া এবং পানীয় জল সম্পর্কে জিজ্ঞাসা করে রিপোর্টারটি এবং সেই প্রশ্নের জবাবগুলিও সঠিকভাবে দেয় সে। তবে ভিডিওর পরবর্তী অংশে ঘটে এক অবাক করা কাণ্ড!

  আরও পড়ুন: 'এই' সব্জিটি রেখেছেন তো আপনার ডায়েটে? গুণের ভাণ্ডার! খেলেই পাবেন দীর্ঘজীবন!

  আরও পড়ুন: ৯৯ শতাংশ মানুষই উত্তর খুঁজতে গিয়ে ডাহা ফেল! দেখুন তো আপনি পাশ করেন কিনা...

  এক্ষেত্রে রিপোর্টার ওই পড়ুয়াকে জিজ্ঞাসা করেন ‘টয়লেট’ শব্দের অর্থ কি? আর তার জবাব দিতে গিয়ে ছাত্রটির ঘাবড়ে গিয়ে প্রথমেই বলে, ‘ক্লাস'। এর পর পুনরায় একবার জিজ্ঞাসা করায় সে জানায় ‘স্কুল'। 'টয়লেট' শব্দের এহেন বিচিত্র অর্থ শুনেই হতবাক হয়ে পড়েন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

  View this post on Instagram

  A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

  প্রসঙ্গত, bhutni ke memes নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। বর্তমানে ভিডিওটি ক্রমশই ভাইরাল হয়ে চলেছে এবং নেট ব্যাবহারকারীরা লাইক ও কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন এই ভিডিওতে। অনেকে আবার নানা মজার মজার মন্তব্য করেছেন ভিডিওটি দেখেই (Toilet Meaning Viral Video)।

  Published by:Sanjukta Sarkar
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর