টাইম ট্র্যাভেল হোক অথবা এলিয়েন, এই নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ইংরেজি ছবিতে প্রায়ই সুপারহিরোদের টাইম ট্র্যাভেল করতে দেখা যায়। তবে টাইম ট্র্যাভেল করাটা একেবারেই কাল্পনিক হলেও হঠাৎ যদি হলিউডি ছবির মতো বাস্তবেও এলিয়েন অ্যাটাক হত, তবে কেমন হত? শুনতে অবাক লাগলেও এমন বহু মানুষ আছেন যারা নিজেদের এলিয়েন বলে দাবি করেন বা টাইম ট্র্যাভেল করেছেন বলেও দাবি করেন। শুধু তাই নয় এই প্রসঙ্গে তাদের কাছে প্রমাণও রয়েছে অনেক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এমন এক দাবি করেছেন যা শুনলে গায়ে কাঁটা দেবে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা যায় যে একজন স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেছেন যে শীঘ্রই এলিয়েনরা আমাদের কাছ থেকে পৃথিবী ছিনিয়ে নিতে চলেছে।
আরও পড়ুন: সোনার থেকেও বেশি দামি এই তরমুজ! পৃথিবীর সবচেয়ে মূল্যবান ফলের দাম জানলে অবাক হবেন
প্রতিবেদন অনুসারে, টিকটকে এনো অ্যালারিক (@theradiantimetraveler) নামে এক ব্যক্তির একটি অ্যাকাউন্ট রয়েছে। যেখান থেকে তিনি দাবি করেছেন যে তিনি একজন সময় ভ্রমণকারী বা টাইম ট্র্যাভেলার। তিনি আরও দাবি করেন যে তিনি ২৬৭১ সাল থেকে ২০২৩ সালে এসেছেন।
টিকটকে তার ৪ লাখ ফলোয়ার রয়েছে। ২৩ মার্চে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন যে খুব শীঘ্রই এলিয়েনরা পৃথিবীতে আসবে এবং তাদের সঙ্গে প্রায় ৮,000 পৃথিবীবাসীকে নিয়ে যাবে। ব্যক্তি তার শেষ কয়েকটি ভিডিওতে বলেছেন যে শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে ভিন্ন প্রজাতির এলিয়েন যার নাম ডিসট্যাট। তারা আসছে মানুষের কাছ থেকে পৃথিবী কেড়ে নিতে।
তিনি আরও দাবি করেছেন যে এটি এমন একটি যুদ্ধ হবে যে আমরা জিততে পারব না।তিনি আরও জানান যে চ্যাম্পিয়নস নামে আরও এক প্রজাতির এলিয়েন আসবে যারা আমাদের ডিসট্যাট এলিয়েন থেকে রক্ষা করবে। তার এই ভিডিও দেখার পর থেকে হুলস্থুল পরে গিয়েছে সামাজিক মাধ্যমে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।