Home /News /off-beat /
Shocking Cobras Video: ভিডিও'তে হাড়হিম! ফণা তুলে ভয়ঙ্কর তিন কেউটে, জঙ্গলে একা যুবক, উল্কার গতিতে দিল পায়ে ছোবল

Shocking Cobras Video: ভিডিও'তে হাড়হিম! ফণা তুলে ভয়ঙ্কর তিন কেউটে, জঙ্গলে একা যুবক, উল্কার গতিতে দিল পায়ে ছোবল

ছবি সৌজন্যে ট্যুইটার ৷

ছবি সৌজন্যে ট্যুইটার ৷

Shocking Cobras Video: তিনটি বিষধর কেউটে সাপের সঙ্গে পাল্লা দিচ্ছে এক যুবক যুবকের দিকে তুমুল গতিতে তেড়ে গেল সাপটি

 • Share this:

  সাপ এমন এক প্রাণী যাকে দূর থেকে দেখে কম বেশি সবারই আত্মারাম খাঁচা হয়ে যায় ৷ সর্প বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়ে থাকেন সাপের থেকে সব সময়েই নিরাপদ দূরত্বে থাকার ৷ সোশ্যাল মিডিয়ায় সাপের অনেক ভিডিওই ভাইরাল হয়েছে বা হচ্ছে ৷ বর্তমানে একটি সাপ সংক্রান্ত ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, হাড়হিম হয়ে যাওয়ার মত ঘটনা রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিতে পারে ৷

  ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে এক যুবক তিনটে কেউটে সাপ নিয়ে খেলছেন ৷ এমন ঘটনায় ওই যুবকের সঙ্গে যা হয়েছে তা সারা জীবন মনে রাখার মতই ৷ ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে ওই ব্যক্তি কেউটে সাপকে খেলনা ভেবে নিয়েছেন ৷ সাপগুলির সঙ্গে খেলতে শুরু করেন ৷ তিনটি সাপই ফণা তুলে বসে আছে জঙ্গলে ৷ তিন অতি বিষধর সাপের সামনে এসেছে ওই যুবক নীচু হয়ে বসে হাত পা হেলাতে শুরু করেন (Young man and three Cobra story)

  আরও পড়ুন: Palmistry: বিপুল অর্থ-যোগ, সোনালি ভবিষ্যৎ! হাতের তালুতে যদি থাকে 'এই' বিশেষ চিহ্ন! আছে নাকি আপনার?

  এরপরেই সেই ঘটনাটি ঘটল ৷ যুবক ভাবতেই পারেননি এমন ঘটনা ঘটতে পারে বলে ৷ সুপার এক্সপ্রেস গতিতে যুবকের দিকে তেড়ে যায় সাপ (Snake Video) ৷ পায়ে ছোবল মারতে গিয়ে প্যান্ট ধরে ফেলে সাপ (Young man three Cobra story) ৷ তারপরেই ওই যুবক অনেক কষ্টে সাপের লেজ ধরে ফেলেন ৷ ভিডিওটি IFS আধিকারিক সুশান্ত নন্দা ট্যুইটারে শেয়ার করেছেন ৷ ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লিখেছেন কেউটের হাত থেকে বাঁচার এক ভয়াবহ পদ্ধতি ৷

  আরও পড়ুন:  Viral Video: রাস্তার ধারে সুরেলা গলায় সুপারহিট হিন্দি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড় বৃদ্ধর! ঘরে বাইরে প্রশংসার বন্যা, নিমেষেই ভাইরাল

  সাপের কেউটে সাপের আক্রমণ থেকে প্রাণে বেঁচেছেন যুবক, কপাল ভাল না হলে এমনটা হয়না ৷ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভিডিওটি ট্রেন্ডিং, প্রচুর ভিউ হয়েছে এর মধ্যেই ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর