সাপ এমন এক প্রাণী যাকে দূর থেকে দেখে কম বেশি সবারই আত্মারাম খাঁচা হয়ে যায় ৷ সর্প বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়ে থাকেন সাপের থেকে সব সময়েই নিরাপদ দূরত্বে থাকার ৷ সোশ্যাল মিডিয়ায় সাপের অনেক ভিডিওই ভাইরাল হয়েছে বা হচ্ছে ৷ বর্তমানে একটি সাপ সংক্রান্ত ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, হাড়হিম হয়ে যাওয়ার মত ঘটনা রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিতে পারে ৷
This is just horrific way of handling cobras… The snake considers the movements as threats and follow the movement. At times, the response can be fatal pic.twitter.com/U89EkzJrFc
— Susanta Nanda IFS (@susantananda3) March 16, 2022
ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে এক যুবক তিনটে কেউটে সাপ নিয়ে খেলছেন ৷ এমন ঘটনায় ওই যুবকের সঙ্গে যা হয়েছে তা সারা জীবন মনে রাখার মতই ৷ ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে ওই ব্যক্তি কেউটে সাপকে খেলনা ভেবে নিয়েছেন ৷ সাপগুলির সঙ্গে খেলতে শুরু করেন ৷ তিনটি সাপই ফণা তুলে বসে আছে জঙ্গলে ৷ তিন অতি বিষধর সাপের সামনে এসেছে ওই যুবক নীচু হয়ে বসে হাত পা হেলাতে শুরু করেন (Young man and three Cobra story) ৷
আরও পড়ুন: Palmistry: বিপুল অর্থ-যোগ, সোনালি ভবিষ্যৎ! হাতের তালুতে যদি থাকে 'এই' বিশেষ চিহ্ন! আছে নাকি আপনার?
এরপরেই সেই ঘটনাটি ঘটল ৷ যুবক ভাবতেই পারেননি এমন ঘটনা ঘটতে পারে বলে ৷ সুপার এক্সপ্রেস গতিতে যুবকের দিকে তেড়ে যায় সাপ (Snake Video) ৷ পায়ে ছোবল মারতে গিয়ে প্যান্ট ধরে ফেলে সাপ (Young man three Cobra story) ৷ তারপরেই ওই যুবক অনেক কষ্টে সাপের লেজ ধরে ফেলেন ৷ ভিডিওটি IFS আধিকারিক সুশান্ত নন্দা ট্যুইটারে শেয়ার করেছেন ৷ ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লিখেছেন কেউটের হাত থেকে বাঁচার এক ভয়াবহ পদ্ধতি ৷
সাপের কেউটে সাপের আক্রমণ থেকে প্রাণে বেঁচেছেন যুবক, কপাল ভাল না হলে এমনটা হয়না ৷ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভিডিওটি ট্রেন্ডিং, প্রচুর ভিউ হয়েছে এর মধ্যেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video