Home /News /off-beat /

Groom-Bride Viral Video: বিয়ের মণ্ডপেই তুলকালাম! কনেকে তুলে ফেলে দিলেন নতুন বর! মজার ভিডিও দুর্বার গতিতে ভাইরাল

Groom-Bride Viral Video: বিয়ের মণ্ডপেই তুলকালাম! কনেকে তুলে ফেলে দিলেন নতুন বর! মজার ভিডিও দুর্বার গতিতে ভাইরাল

Viral Video|Groom-Bride Video|Life Style|Off Beats|Wedding Video: পিছন থেকে কনেকে তুলে ফেলে দিয়েছেন নতুন বর ভিডিও দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

 • Share this:

  বিয়ে হল সব থেকে গুরুত্বপূর্ণ ও এক আকর্ষণীয় রীতিনীতিতে ভরা (Wedding Rituals) অন্যতম এক মাঙ্গলিক অনুষ্ঠান এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বও বটে ৷৷ বিয়ের (Marriage Ceremony) সময় নানান ধরনের রীতিনীতি নিমন্ত্রিত মানুষদের দেখতে ভালই লাগে, আত্মীয়স্বজন থেকে  বন্ধুবান্ধব সবাই সেই রীতিনীতি উপভোগ করেন ৷ বেশ কিছু নিয়ম আছে যা নতুন বরবউ (Dulha Dulhan Video) দু'জনকেই মানতে হয় ৷ এমন কিছু নিয়ম নিষ্ঠা আছে যা বাড়ির লোকেদের মানতে হয় ৷

  View this post on Instagram

  A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

  তবে নিয়ম মানার সময়ে বেশ কিছু দুর্ঘটনাও ঘটতে পারে যার কোনও ব্যাখ্যা থাকেনা কারোর কাছেই ৷ এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখতে পাওয়া গিয়েছে নতুন বর বউকে তুলে ফেলে দেয় ৷ এই ভিডিও দেখলে মোটেই হাসি পাবেনা ৷

  আরও পড়ুন:  Viral: কাপল নয়, থ্রাপল! যৌন চাহিদা মেটাতে এক পুরুষ দুই মহিলা একসঙ্গে, পড়ুন আশ্চর্য কাহিনী

  বরং বরের এমন ঘটনাতে সবাই হয়রান হয়ে যাবেন ৷ ঘরে বাইরে তোলপাড় হয়েছে ভিডিওটি নিয়ে, রীতিমত চর্চায় ভিডিওটি ৷ ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে বিয়ের নিয়ম পালনের সময়ে পিছন থেকে কনেকে (Dulhan Video) ধরে বেশকিছু পা যেতে হবে ৷ এই শুনেই লজ্জায় লাল হয়েছেন বর ৷ তবুও সাহস দেখিয়ে নতুন বউকে পিছন থেকে তুলে ধরেন ৷ তবে সব থেকে মজাদার বিষয় এটাই যে যখনই বর বউকে পিছন ধরে তুলে ধরে ২ পা হাঁটতে শুরু করেন বউকে নিয়ে পরে যান (Bride falls on her Face) ৷

  আরও পড়ুন: Viral News: মেয়ের পরিচয়পত্র চুরি করে ছাত্রী সেজে কলেজের ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুললেন মা; হাজতবাসের সঙ্গে গুনতে হল জরিমানা!

  বাকিটা এই ভিডিওই বলে দেবে, ভিডিওতে দেখতে পাওয়া যাবে বর তাঁর নতুন বউকে তুলে ফেলে দেন ৷ ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার হতেই সুপার ভাইরাল হয়েছে ৷ কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিও-তে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর