• Home
 • »
 • News
 • »
 • off-beat
 • »
 • জেনে নিন কখন সোনা কেনার প্রকৃত সময়, মেনে চলুন ফল পাবেন হাতেনাতে

জেনে নিন কখন সোনা কেনার প্রকৃত সময়, মেনে চলুন ফল পাবেন হাতেনাতে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতীয়দের মধ্যে সোনার অলঙ্কার কেনার প্রবণতা সব সময়েই তা সে বিয়ে বাড়িই হোক না কোনও পুজো বা যেকোনও অনুষ্ঠানেই সাধ্যমত সোনার অলঙ্কার কিনবার প্রবণতা লক্ষ করা যায় ৷

 • Share this:

  #কলকাতা: ভারতীয়দের মধ্যে সোনার অলঙ্কার কেনার প্রবণতা সব সময়েই তা সে বিয়ে বাড়িই হোক না কোনও পুজো বা যেকোনও অনুষ্ঠানেই সাধ্যমত সোনার অলঙ্কার কিনবার প্রবণতা লক্ষ করা যায় ৷ এই বড় বড় ইভেন্টে সোনার গয়না কিনে থাকেন সবাই ৷ প্রায় ৬০০ মিলিয়ন ভারতীয় কৃষিকাজের উপর নির্ভরশীল ৷ বর্ষাকালই নির্ধারিত করে দেয় সুফলা শস্যক্ষেত নাকি প্লাবিত চাষের জমি ? কী হবে আগামী ৷

  মূলত সেপ্টেম্বর থেকে নভেম্বরেই বছরের শেষ চাষবাসের বীজ বপন করা হয়ে থাকে ৷ তারপর ফসল ফলার পরে শুরু হয়ে তাকে কেনাবেচা ৷ ফসলের কেনাবেচার পরেই যে টাকা পাওয়া যায় সেই টাকা দিয়েই সোনার গয়না কেনা হয়ে থাকে ৷ দশেরা, ধনতেরাস, দিওয়ালি, অক্ষয় তৃতীয়াতেই প্রধানত সোনার অলঙ্কার কিনে থাকি ৷ এই সময়ে সোনা কিনলে বাড়ে ঐশ্বর্য ৷ এছাড়াও উগাডি. গুডিপরওয়া, পোঙ্গলে সোনা কোনা উচিৎ ৷

  কৃষিজীবি মানুষেরা ছাড়াও, চাকরিজীবি ও যাঁদের ব্যবসা আছে তাঁরাও সোনা কিনে থাকেন প্রয়োজন মত ৷ তবে সোনা তখনই কিনবেন যখন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে ৷ কেননা বেশিরভাগ সময়েই সোনার দাম ওঠা-নামা করে থাকে ৷ তাই সোনার অলঙ্কার ঘরে নিয়ে আসা মানে ঘরের শ্রীবৃদ্ধি, সম্পত্তি বেড়ে ওঠা, সুখ শান্তিতে জীবন ভরে ওঠা ৷ এই ভাবেই আপনি পেতে পারেন পারেন সুখী সংসারের ঠিকানা ৷

  আরও পড়ুন দেখে নিন আজকের সোনা ও রুপোর দাম, করে ফেলুন প্ল্যান . . .

  First published: