বিয়ের সময়ে এমন ঘটনা প্রায়ই লক্ষ করা যায় ৷ যেই ঘটনার কখনও কোনও ভাবেই আমরা আশা করিনা ৷ বা এমন ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনা ৷ বিয়ের প্রতিটি মানুষের জীবনে একবারই হবে, এমনটাই ধরে বারেবারে তুমুল প্রস্তুতি চলে বহুদিন আগে থেকেই যেমন বরকনে বিয়ের সময়ে কোনও পোশাক পরবে? কেমন ভাবে গ্র্যান্ড বিয়েবাড়িতে এন্ট্রি নেবে এই সমস্ত ৷ নিমন্ত্রিতদের মধ্যে এই নিয়েই নানান আলাপ আলোচনা থাকে যে বর ধুতি-পঞ্জাবি পরবে না শেরওয়ানি অথবা অন্য কোনও ধরনের পোশাক?
View this post on Instagram
ধরেই নেওয়া যাক শেরওয়ানি পরে বিয়ের করতে বেরোচ্ছেন বর সেই সময়েই ফেটে গেল সাদের পোশাক ব্যাস! কী করতে পারেন? বা কী হতে পারে পরিস্থিতি তা ভাবলেই বুঝতে পারা যায় ৷ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এমন ভাবে ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু রীতিমত চড়ক গাছ হয়ে গিয়েছে ৷ বরের বেশে পাত্র ঘোড়ায় চড়তে গিয়েছেন তখনই বিপত্তি ঘটে ফেটে যায় প্যান্ট ৷
ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷ বিয়ে করতে যাওয়ার কয়েক সেকেন্ড আগেই বরের প্যান্ট গিয়েছে ফেটে, এই বিষয়টি যখন মানুষের গোচরে আসার সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে গিয়েছে ৷ বিয়ের জন্য বর শুধুমাত্র একজোড়া কাপড়ই প্রস্তুত রেখেছিলেন ৷ কিন্তু বিয়ে করতে যাওয়ার আগেই এই দুর্ঘটনা ঘটে যা সামাল দিতে রীতিমত হিমসিম খেতে হয় বরকে ৷
চিৎকার করে বরকে বলতে হয় আমার প্যান্ট ফেটে গিয়েছে একটা প্যান্ট দাও ৷ ইনস্টাগ্রামের রিল ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে যা দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷ এক নিমেষেই সমস্ত কিছুকেই তোলপাড় করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video