হোম /খবর /পাঁচমিশালি /
আজব কুকুর, ডাকে মুরগির মতো! ফেসবুকে কাণ্ড দেখে অবাক নেটিজেনরা, দেখুন ভিডিও

আজব কুকুর, ডাকে মুরগির মতো! ফেসবুকে কাণ্ড দেখে অবাক নেটিজেনরা, দেখুন ভিডিও

সেই ডাকের অনুকরণ করে কুকুরটি একেবারে অবিকল মুরগির মতো করে ডাকছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কুকুর, বেড়াল, এমন নানা পোষ্যের কাণ্ড ফেসবুকে নানা সময়ে ভাইরাল হয়৷ কিন্তু এই ভিডিওটি আলাদা সবকিছুর থেকে৷ এখানে দেখা যাচ্ছে একটি কুকুরকে৷ ছোট কুকুরের বাচ্চা৷ তাকে খেতে দিয়েছেন মালিক৷ সময়টা ভোর৷ কারণ দূর থেকে শোনা যাচ্ছে মুরগির ডাক৷ কিন্তু এরপরেই ঘটেছে এক অবাক কাণ্ড৷ দেখা যাচ্ছে কুকুরটি নিজের ডাক ভুলে ডাকছে মুরগির মতো৷ একেবারে অবিকল মুরগির ডাক যেন৷

আসলে সাধারণত আমরা যাকে হাউলিং বলি, কুকুর সাড়া দিতে যেভাবে ডাকে, মুরগির ডাকটিও কিছুটা তেমন৷ সেই ডাকের অনুকরণ করে কুকুরটি একেবারে অবিকল মুরগির মতো করে ডাকছে৷ হাউলিং হয়ে গিয়েছে মুরগির ডাক৷ আর তাতেই হেসে খুন নেটিজেনরা৷ খুদে কুকুরের এই কাণ্ড দেখে অনেকেই বলছেন, কুকুর মুরগি হল কী করে?

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Strange dog, Viral Video