#কলকাতা: কুকুর, বেড়াল, এমন নানা পোষ্যের কাণ্ড ফেসবুকে নানা সময়ে ভাইরাল হয়৷ কিন্তু এই ভিডিওটি আলাদা সবকিছুর থেকে৷ এখানে দেখা যাচ্ছে একটি কুকুরকে৷ ছোট কুকুরের বাচ্চা৷ তাকে খেতে দিয়েছেন মালিক৷ সময়টা ভোর৷ কারণ দূর থেকে শোনা যাচ্ছে মুরগির ডাক৷ কিন্তু এরপরেই ঘটেছে এক অবাক কাণ্ড৷ দেখা যাচ্ছে কুকুরটি নিজের ডাক ভুলে ডাকছে মুরগির মতো৷ একেবারে অবিকল মুরগির ডাক যেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Strange dog, Viral Video