#ভদোদরা: দিনের একটা সময়ে মন্দির দেখা যায়, আর অন্য এক সময়ে সেই মন্দির মিলিয়ে যায়৷ এই অলৌকিক শিবের মন্দির রয়েছে ভারতেই৷ গুজরাট রাজ্যের ভদোদরা থেকে ৪০ মাইল দূরে সমূদ্র সৈকত জুড়ে রয়েছে স্তম্বেশ্বর মহাদেবের মন্দির৷ মন্দিরটি আরব সাগরের ভিতরে৷ লোকালয় বলতে, পাশেই গুজরাটের কবি কুম্বই শহর৷ দীর্ঘকাল ধরে পুন্যার্থীদের জন্য এক অনন্য লীলা প্রদর্শিত করে চলেছে এই আদি শিবের মন্দির৷
মনে হতে পারে এ যেন ম্যাজিক৷ কিন্তু নয়৷ এ সত্যি৷ অনেকেই মনে করেন অতিলৌকিক এই কাণ্ডের পিছনে কাজ করছে কোনও অদৃশ্য শক্তি৷ না হলে, এমন করে কেউ কোনও মন্দির বানাতে পারে৷ জল বাড়লে যেটি চলে যাবে জলের তলায়৷ আর যেই জল সরে যাবে, সঙ্গে সঙ্গে সেটি জেগে উঠবে৷ বছরের পর বছর এই কাণ্ড ঘটলেও মন্দিরের কোনও ক্ষতিও হবে না৷ স্কন্দ পুরাণের কুমারিকা খণ্ডে কথিত আছে, তারকাসুরকে বধ করার পর অপরাধবোধে ভুগছিলেন কার্তিক৷ কারণ তিনি শিবভক্ত তারকাসুরকে তিনি বধ করেছেন৷ এই অবস্থায় ভগবান বিষ্ণু তাঁকে মহাদেবের স্মরণ নেওয়ার কথা বলেন৷ সেই কারণেই কার্তিক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন৷ এখানে গড়ে ওঠে মন্দির৷
কেন এই মন্দিরটি অলৌকিক, কেন এটি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়? কারণ এটির চারিদিকে রয়েছে সমুদ্র৷ সাধারণত যখন জোয়ার আসে, তখন মন্দিরটি জলে ঢেকে যায়৷ আবার ভাঁটার সময় এই মন্দির জেগে ওঠে৷ দিনের ঠিক সেই সময়ে মন্দির দর্শন করতে পারেন সাধারণ মানুষ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।