হোম /খবর /পাঁচমিশালি /
অক্ষয় তৃতীয়া মানেই হালখাতা? দিনটার আসল মাহাত্ম্য জানুন

অক্ষয় তৃতীয়া মানেই হালখাতা? দিনটার আসল মাহাত্ম্য জানুন

হালখাতাই নয়, অন্য মহিমাও রয়েছে অক্ষয় তৃতীয়ার

হালখাতাই নয়, অন্য মহিমাও রয়েছে অক্ষয় তৃতীয়ার

অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি। বৈদিক বিশ্বাস হল এই বিশেষ তিথিতে যে শুভকাজ করবেন, তার ফল পাবেন অনন্তকাল।

  • Last Updated :
  • Share this:

অক্ষয় তৃতীয়া মানেই বিকেলে হালখাতা করতে যাওয়া। এমনটা যারা ভেবে আসছেন তাঁরা নিঃসন্দেহেই ভুল ভাবছেন। হিন্দু ধর্মানুভূতির সঙ্গে গভীর যোগ রয়েছে অক্ষয় তৃতীয়ার। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি। বৈদিক বিশ্বাস হল এই বিশেষ তিথিতে যে শুভকাজ করবেন, তার ফল পাবেন অনন্তকাল। আবার ভুল করলে গুণতে হবে তার মাশুলও।

আসলে হিন্দু শাস্ত্রের বহু উল্লেখযোগ্য ঘটনাই এই তিথিতে ঘটেছে। সেই ঘটনাক্রমে চোখ রাখলেই বোঝা যায় এই দিনটির মাহাত্ম্য।পাশাপাশি আন্দাজ পাওয়া যায় কী ভাবে এই দিনটিতে সুখ ও সমৃদ্ধি পাওয়া যাবে।

  • এই দিনেই মহাভারত রচনা শুরু হয়েছিল।
  • দেবাদিদেব মহাদেব এই দিন কুবেরকে অতুল সম্পদদান করেন। এই ঐশ্বর্যপ্রাপ্তি হয়েছিল সাধনার কারণেই।
  • বিষ্ণু অবতার পরশুরামের জন্ম এই দিনে।
  • সত্যযুগের সমাপ্তি এই দিনেই।
  • ভগীরথ এদিন গঙ্গাকে মর্ত্যে নিয়ে আসেন।
  • কৃষ্ণের চন্দনযাত্রাও শুরু হয় এই দিনেই।
  • দ্রৌপদীর বস্ত্রহরণ রুখে দিয়েছিলেন কৃষ্ণ এই দিনেই।

কুবেরের লক্ষ্মীৱলাভের ঘটনা থেকেই আজকের অক্ষয়তৃতীয়ায় লক্ষ্মীলাভের ধারণা। তাই এই দিনটিতে অনেকে লক্ষ্মীপুজো করেন। এদিন দান ধ্যানও করেন অনেকে পুণ্যের ঝুলি ভরে নেওয়ার আশায়।

আবার এই দিনেই হালখাতা করেন অনেক বাঙালি ব্যবসায়ী। আসলে বিক্রেতা কিছু অর্থাগমের মধ্যে দিয়ে গোটা বছরের অর্থভাগ্য নিশ্চিত করতে চান। আর ক্রেতাও নতুন কিছু কিনে গোটাবছরের প্রাপ্তিযোগেই শিলমোহর দেন।

Published by:Arka Deb
First published: