#নয়াদিল্লি: একটি অপটিক্যাল ইলিউশন অনলাইনে বেশ অনেকেরই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেক লোক এটি সমাধান করতে পারছেন না৷ অনেক চেষ্টা করেও আসল উত্তরে পৌঁছতে পারছেন না। মাত্র এ শতাংশ লোক পুরুষ এবং মহিলাদের মাথার প্রতিটি একক রূপরেখা বেছে নিয়ে আসল উত্তরের বিষয়টি তৈরি হচ্ছে।
অনেক দর্শক গাছের আঁকার ডাল এবং ট্রাকের মধ্যে লুকিয়ে থাকা মুখগুলিকে প্রথমে দেখতে পাচ্ছেন। কিন্তু ওই কটিই মুখ নয়, আসলে এই ছবিতে রয়েছে মোট ১০টি মুখ। সেগুলিই খুঁজে বার করার কথা বলছেন অনেকে। কিন্তু তা খুঁজে বার করা একান্তই অসম্ভব ঠেকছে কারওর কারওর পক্ষে।
ন্যাশনাল লিডারস ট্রি নামে পরিচিত এই ইলিউশনটি বিখ্যাত মার্গারেট থ্যাচার এবং প্রাক্তন রুশ নেতা মিখাইল গর্বাচেভের মুখগুলিকে নিয়ে তৈরি করা। অনেকেই দাবি করেন, এই আঁকাটা ঐতিহাসিক, ১৮৮০ সালে এটি হার্পারস ইলাস্ট্রেটেডের জন্য তৈরি করা হয়েছিল।
তা হলে আপনি কয়টি মুখ খুঁজে পাবেন?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Optical Illusion