#কলকাতা: অপটিক্যাল ইলিউশনের ছবি সাধারণত নানারকম বিভ্রমে পূর্ণ হয়। এই ধরনের ছবির বিশেষত্ব হল, যা ছবিতে রয়েছে, এক ঝটকায় তা চোখে ধরা দেয় না ধরা দেয় না। ছবির মধ্যে লুকিয়ে থাকা এক রহস্যের সমাধান করতে গিয়ে মন যায় গুলিয়ে। হয়ত আপনি চোখের সামনেই আসল বস্তুটি দেখতে পাচ্ছেন, কিন্তু তা একরকম চালাকি করেই এড়িয়ে যায় দৃষ্টি, আর তাতেই হয় ঝামেলা। এমনই একটি ছবি শেয়ার করা হয়েছে, যাতে গাছে খরগোশ খুঁজে বের করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ২০ হাজার পাস শেষ, রেড রোডের কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে
ইউটিউব চ্যানেল ব্রাইট সাইটে শেয়ার করা একটি অপটিক্যাল ইলিউশনে তিনটি খরগোশকে শুকনো গাছে লুকিয়ে থাকতে দেখা যাচ্ছে। প্রথম নজরে, আপনি গাছে শুধুমাত্র ডাল দেখতে পাবেন, তবে আপনি যদি ভাল করে লক্ষ্য করেন, তবে আপনি খরগোশের বিভিন্ন আকার-আকৃতি দেখতে পাবেন। পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে তিনটি খরগোশ খুঁজে বের করে আপনার বুদ্ধিমত্তা প্রমাণ করতে হবে।
ছবিতে আপনি একটি গাছ দেখতে পাবেন যার কোন পাতা নেই। নিচ থেকে উপর পর্যন্ত শুধু ডাল। এ ছাড়া আর কিছু দেখা অসম্ভব। এমন অবস্থায় গাছে ৩টি প্রাণী রয়েছে বলেও দাবি করা হচ্ছে। সাধারণত প্রথম দর্শনে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেও গাছে কিছু দেখতে পাওয়া অসম্ভব। তাই অনেকে আবার দাবি করছেন, ছবিটি ভুল৷ আপনারাও কী ভুল বলে মনে হচ্ছে, তাহলে উপরের ছবিটি দেখুন।
দু’টি খরগোশ গাছের বাঁদিকে উপরে এবং নীচে দেখা যাচ্ছে। সেই সঙ্গে গাছের ডান পাশে একটি বড় খরগোশ একাই উপস্থিত। এটি একটি অপটিক্যাল ইলিউশন ছবি, তাই সহজে কিছুই দেখা যাবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Optical Illusion