Home /News /off-beat /
Super Viral Video|| সিঁদুরদানের সময় সংজ্ঞা হারাল কনে! মুহূর্তে বিয়ে ছেড়ে বরের দে-দৌড়, তুমুল ভাইরাল ভিডিও...

Super Viral Video|| সিঁদুরদানের সময় সংজ্ঞা হারাল কনে! মুহূর্তে বিয়ে ছেড়ে বরের দে-দৌড়, তুমুল ভাইরাল ভিডিও...

সিঁদুরদানের সময় সংজ্ঞা হারালো কনে।

সিঁদুরদানের সময় সংজ্ঞা হারালো কনে।

Bride-Groom Viral Video: বিয়ে বাড়ি (Indian weddings) মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। নানা বিয়ে বাড়িতে নানা ধরণের ঘটনা ঘটে। তেমনই একটি আজব ঘটনা ফের সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে।

 • Share this:

  #ভাইরাল ভিডিও: লেহেঙ্গা-চোলি, গয়না চূড়ায় সেজেছিলেন কনে। শেরওয়ানি পাগড়িতে  বর। বিয়ের মন্ডপে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে চলছিল বিয়ের আচার। আশেপাশে বর এবং কনের বাড়ির শতাধিক আত্মীয়। এমন সময় 'কাহানি মে টুইস্ট' (unexpected twists and turns)!

  বিয়ে বাড়ি (Indian weddings) মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। নানা বিয়ে বাড়িতে নানা ধরণের ঘটনা ঘটে। বলা ভাল, বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে তা সেই বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় (social media) বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। তেমনই একটি আজব ঘটনা ফের সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে।

  ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান যখন মাঝপথে তখন আচার মেনে শুরু হচ্ছে সিঁদুরদান (sindoor ceremony)। বর সিঁদুর (vermilion) নিয়ে কনেকে সবে পড়াতে গিয়েছেন, এমন সময় কনে সংজ্ঞা হারিয়ে পাশেই খানিক নেতিয়ে পড়েন। এই কাণ্ড ঘটনার মুহূর্তের মধ্যেই বর বাবা-জীবন বিয়ের মণ্ডপ ছেড়ে বাড়ির পথে হাঁটতে শুরু করেন। অনেকেই বরের কীর্তিতে ভ্যাবাচ্যাকা খেয়ে যান। তাঁকে আটকাতে যান। কিন্তু তাতে বেশ রেগে যান, হবু স্ত্রীকে ওভাবে বিয়ের আসরে নেতিয়ে পড়তে দেখে উত্তেজিত হয়ে পড়েন। পাগড়ি-মালা খুলে ছুঁড়ে ফেলে দেন বিয়ে বাড়িতে সকলের সামনে। উপস্থিত মহিলারা তাঁর হাত ধরে বিয়ের অনুষ্ঠান ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

  ভিডিওটি ভাইরাল হয়েছে ঠিকই কিন্তু কেন ওই নববধূ পড়ে গেলেন, কেনই বা বর রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন, তার কোনও সদুত্তর মেলেনি। ইতিমধ্যেই ভাইরাল হয়ে জাওয়া ভিডিওটি কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন। এক নেটিজেন কমেন্ট করেন, 'মেয়েটি ওঁকে বিয়ে করতে চাননি।' তবে আদৌ তাঁদের বিয়ে হল কিনা, তা জানতে আগ্রহী অনেকেই...

  Published by:Shubhagata Dey
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর