Home /News /off-beat /

আজ সারদা মায়ের ১৬৭তম জন্মতিথি, বেলুড়, জয়রামবাটিতেও ভক্তদের ঢল

আজ সারদা মায়ের ১৬৭তম জন্মতিথি, বেলুড়, জয়রামবাটিতেও ভক্তদের ঢল

বাগবাজার মায়ের বাড়িতে উৎসব

বাগবাজার মায়ের বাড়িতে উৎসব

জয়রামবাটি থেকে বাগবাজার, মায়ের বাড়ি কিংবা বেলুড় মঠ-- সর্বত্রই ছিল উৎসবের মেজাজ।

 • Share this:

  আজ, বুধবার সারদা মায়ের জন্মতিথি। সারদা মায়ের ১৬৭তম জন্মতিথি। বাগবাজারে মায়ের বাড়িতে ভক্তদের ভিড়। ভিড় বেলুড়, জয়রামবাটিতেও। জয়রামবাটি থেকে বাগবাজার, মায়ের বাড়ি কিংবা বেলুড় মঠ-- সর্বত্রই ছিল উৎসবের মেজাজ। প্রভাতফেরী, হোম, যজ্ঞ, ভোগ বিতরণ। নানা আয়োজনে তাঁদের প্রিয় মাকে স্মরণ করলেন ভক্তরা। পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে আবির্ভাব শ্রী সারদা মায়ের। ১৮৫৩ সালের বাইশে ডিসেম্বর জয়রামবাটিতে জন্ম সারদাদেবীর। মায়ের ১৬৭তম জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে বাঁকুড়ার জয়রামবাটি। ষোড়শপচারে শ্রীমায়ের পুজোর আয়োজন। দিনভর সারদা মন্দিরে নানা অনুষ্ঠান। বিশেষ পুজো, যজ্ঞ, আরতি, ভক্তিমূলক গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভোগ বিতরণের আয়োজন। সারদা মায়ের জন্মতিথিতে সেজে উঠেছে বাগবাজারের সারদা মায়ের বাড়ি। জীবনের শেষ এগার বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন সারদাদেবী। সকাল থেকে ভক্তদের ঢল। ভজন, কীর্তন, সানাই,চন্ডীপাঠ, পোশাক বিতরণে জমজমাট মায়েরবাড়ি। ভোর থেকেই জমজমাট হাওড়ার বেলুড় মঠ। মায়ের জন্মতিথিতে ভক্তদের ঢল। ভোর পৌনে পাঁচটায় মঠের মূল মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের শুরু। মূল মন্দিরের পাশে অস্থায়ী মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তদের জন্য বিশেষ ভোগের আয়োজন।

  Published by:Ananya Chakraborty
  First published:

  Tags: Belur Math, Jayrambati, Sarada Devi

  পরবর্তী খবর