Home /News /off-beat /
Rajasthan Bride: বিয়ে করতে এসে বরের মদ্যপ-নৃত্য, রেগে গিয়ে যা করলেন নববধূ...

Rajasthan Bride: বিয়ে করতে এসে বরের মদ্যপ-নৃত্য, রেগে গিয়ে যা করলেন নববধূ...

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Rajasthan Bride: নাচে-গানে কয়েক ঘণ্টা দেরি হয়ে যায়৷ নববধূর ক্রোধ বাড়তে থাকে। সেই রাগই এমন জায়গায় পৌঁছে যায় যে একেবারে বিয়ে না করার সিদ্ধন্ত নেন ওই বধূ৷

 • Share this:

  #উদয়পুর: এ কী কাণ্ড! এমনটা আগে হয়েছে বলে তো কেউ কখনওই শোনেনি৷ রাজস্থানের চুরু জেলার এই ঘটনায় রীতিমতো তাজ্জব বনে যাওয়ার জোগাড়৷ মদ্যপ অবস্থায় নাচছিলেন বর৷ বারাত-এ যেমনটা হয় আর কী! নাচে-গানে কয়েক ঘণ্টা দেরি হয়ে যায়৷ নববধূর ক্রোধ বাড়তে থাকে। সেই রাগই এমন জায়গায় পৌঁছে যায় যে একেবারে বিয়ে না করার সিদ্ধন্ত নেন ওই বধূ৷ বিয়ে করে নেন অন্য একজনকে৷

  আরও পড়ুন : অনীকের শ্রদ্ধার্ঘ্য নামেও ‘অপরাজিত’, কাজেও অপরাজিত! জিতুর অভিনয় অতুলনীয়

   সূত্রের খবর, বিয়ের লগ্ন পার হয়ে বেশ কিছুক্ষণ কেটে গিয়েছিল৷ তথনও নেচে যাচ্ছিলেন বর৷ বন্ধুদের সঙ্গে হুল্লোড়, ডিজের তালে কোমর দোলানো-সবই চলছিল৷ পরিবারের লোকজন হতাশ হচ্ছিলেন৷ ছিক তখনই কনে বারাত ফেরত পাঠায় এবং অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বরের পরিবার কনের পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজগড় থানায় যায়।

  আরও পড়ুন : ছুটে গিয়ে কেক খাওয়ালেন মাকে, পল্লবীর শেষ জন্মদিনের মুহূর্তে নেটিজেনদের চোখে জল

  কনের পরিবার দাবি করেছে, বর এবং তাঁর পরিবার বিয়েকে গুরুত্বই দেননি। তাঁদের  আশঙ্কা ছিল, এই মনোভাব জীবনের পরবর্তী পর্যায়ে না বদলালে তাঁদের মেয়ে সমস্যায় পড়বে৷ অবশেষে পুলিশের সঙ্গে পরামর্শ করার পরে উভয় পক্ষই পারিবারিক সমস্যাগুলিকে কারণ হিসাবে গণ্য করে বিবাহ বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং এই বিষয়ে মুচলেখাও দেয়৷

  Published by:Rachana Majumder
  First published:

  Tags: Rajasthan

  পরবর্তী খবর