জীবন সুন্দর৷ আরও সুন্দর আমাদের চারপাশের পৃথিবী৷ রোজ কত কী ঘটে৷ যা আরও বেশি করে বাড়িয়ে দেয় জীবনের প্রতি মায়া৷ তেমনই এক মায়ামাখানো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যেই ভিডিও একটি মানবশিশু ও একটি সারমেয়র৷
একটি ছোট শিশু তার পোষা কুকুরের সঙ্গে খেলছে৷ তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে যে, শিশুটি কুকুরের সঙ্গে খেলার সময় হাতে একটি ক্যান্ডি ধরে আছে৷ আর কুকুরটির লক্ষ্য তার দিকে৷ শিশুটিকে অন্যমনস্ক করে সুকৌশলে সেটি নিয়ে নেয় পোষ্য সারমেয়টি।
ভিডিওটি ২ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। শেয়ার করেছেন বহু লোক৷ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ফুটপাথের কাছে কুকুরছানাটির সঙ্গে একটি ছোট শিশু খেলছে৷ খেলার সময় শিশুটি বেশ খুশি ছিল৷ তার এক হাতে ছিল একটি ললিপপ৷ কিন্তু ছোট্ট কুকুরটি যেভাবে তাকে মুহূর্তের জন্য বিভ্রান্ত করে তার কাছ থেকে ক্যান্ডিটি চুরি করে নেয় তা ছিল দেখার মতো। বুঝতে পেরে মেয়েটি ভেঙে পড়ে আর কুকুরটি আনন্দে লেজ নাড়ে৷
Published by:Rachana Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।