মুম্বই: পুনেতে ভয়ঙ্কর ঘটনা। পদোন্নতি পেতে স্ত্রীকে নিজের উচ্চ পদস্থ কর্মকর্তার শয্যা সঙ্গীনি হতে বাধ্য করলেন এক ব্যক্তি । এক সর্বভারতীয় সংবাধ পত্রের একটি প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রদেশের ইন্দোরে বসবাসকারী এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করেছেন যা শুনলেই চোখ কপালে উঠবে।
মহিলাটি অভিযোগ করেছেন যে তার স্বামী মহারাষ্ট্রের পুনের বাসিন্দা। পদোন্নতি পেতে তাঁকে কর্মকর্তা বা বসের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাপ দেন তাঁর স্বামী। অভিযুক্তের নাম অমিত ছাবরা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সবাই ভাবত, ওরা বন্ধু! দুই বান্ধবীর সম্পর্ক ছিল অন্যরকম, বাড়ির লোক জানতেই ভয়ানক কাণ্ড
মহিলার অভিযোগ, বিয়ের পর খারাপ সঙ্গে পড়ে যায় তাঁর স্বামী এবং তারপর থেকেই তাকে জঘন্য কাজ করার জন্য চাপ দিতে থাকে। মহিলাটি আরও জানান যে অভিযুক্তের পদোন্নতির খুব ইচ্ছা ছিল, সে কারণেই তিনি এই কাজ করছেন। মহিলা তার স্বামীর পাশাপাশি তাঁর দেওরের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন।তিনি জানিয়েছেন যে, তাঁকে বাজে ভাবে স্পর্শ করত দেওর। শুধু তাই নয়, তাঁর ১২ বছরের মেয়ের সামনেও অশ্লীল কাজ করত অভিযুক্ত।
এই অত্যাচারে বিরক্ত হয়ে, ২০২২ সালের আগস্টে তাঁর পিতামাতার বাড়িতে ফিরেতে বাধ্য হন নির্যাতিতা। পরে মাকে সব খুলে বলায় পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার। এরপরেও নির্যাতিতাকে বিরক্ত করায় স্বামী ও দেওরের বিরুদ্ধে ইন্দোরের আদালতে অভিযোগ করার পর মহিলা কল্যাণ আধিকারিককে তদন্তের নির্দেশ দেয় আদালত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।