#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৭ ফেব্রুয়ারি পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ বর্তমানে নির্ধারণ করা হয়ে থাকে। বার হল শনি এবং এই পূর্ণিমা তিথি থাকবে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৪৬ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি।
মাঘী পূর্ণিমা তিথি পুণ্যস্নান, তীর্থদর্শন, সত্যনারায়ণ পূজা বা বিষ্ণুর আরাধনার জন্য প্রশস্ত। আজকের দিনে সন্ত রবিদাসের ৬৪৪তম জয়ন্তীও উদযাপিত হচ্ছে। এছাড়াও এই পুণ্যতিথি আত্তুকল পোঙ্গল এবং ললিতা জয়ন্তীর উদযাপনের জন্যও সুপ্রসিদ্ধ।
পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪৭ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৭ ফেব্রুয়ারি বিকেল ৬টা ২৬ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৭ মিনিটে।
এই ২০৭৭ বিক্রম সম্বতের মাঘ মাসের পূর্ণিমা তিথির নক্ষত্র হল মঘা। ২৭ ফেব্রুয়ারি, শনিবার রাত ১১টা ১৮ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কুম্ভ রাশিতে এবং চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে।
শুভ মুহূর্ত- ২৭ ফেব্রুয়ারি অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১০ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৭ মিনিটে। ২৭ ফেব্রুয়ারি অমৃতকাল শুরু হচ্ছে সকাল ৯টা ৩১ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১৯টা ৩২ মিনিটে।। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্চাঙ্গ মতে রাহুকাল শুরু হচ্ছে সকাল ৯টা ৪০ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১১টা ০৭ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Keywords: Panchang, 27 February, 27 February 2021 Panchang, Vedic Calendar, Vikram Samvat 2077, Sunrise, Sunset, Moonrise, Moonset, Abhijit Muhurat, Amrit Kalam, Rahu Kalam, Shubh Muhurat, Shubh Muhurat On 27 February, Shubh Muhurat On 27 February 2021
Original Story Link: https://www.news18.com/news/india/todays-panchang-know-about-tithi-nakshatra-shubh-muhurat-rahu-kaal-for-february-27-3477866.html
Written By: Anirban Chaudhury