হোম /খবর /পাঁচমিশালি /
ভাল করে দেখুন তো ছবিটা! কোনটা প্রথম চোখে পড়ছে? সেটাই তুলে ধরবে আপনার চরিত্র

Optical Illusion: ভাল করে দেখুন তো ছবিটা! কোনটা প্রথম চোখে পড়ছে? কারণ সেটাই তুলে ধরবে আপনার চরিত্রের গোপন দিক

ভাল করে দেখুন তো ছবিটা! কোনটা প্রথম চোখে পড়ছে? Photo: Collected

ভাল করে দেখুন তো ছবিটা! কোনটা প্রথম চোখে পড়ছে? Photo: Collected

Optical Illusion Image: আজ দেখে নেওয়া যাক, একটা দুর্দান্ত অপটিক্যাল ইলিউশন পার্সোনালিটি টেস্টের বিষয়ে। এই ছবিতে কোনটা প্রথমে চোখে পড়ছে, সেটাই আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে।

  • Share this:

কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম আসলে মজার ধাঁধা। আর এই জটিল ধাঁধা কতটা তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারছি, তাতেই বোঝা যাবে আমাদের আইকিউয়ের জোর। শুধু তা-ই নয়, এই জটিল ধাঁধা আমাদের ব্যক্তিত্ব ও মনের গোপন দিকটাও প্রকাশ করতে সাহায্য করে। কিন্তু কীভাবে এই জটিল ধাঁধার মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব বোঝা যাবে। বিশেষজ্ঞদের দাবি, আমাদের মন কীভাবে কাজ করছে, সেটাই প্রকাশিত হয় আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে।

আজ দেখে নেওয়া যাক, একটা দুর্দান্ত অপটিক্যাল ইলিউশন পার্সোনালিটি টেস্টের বিষয়ে। এই ছবিতে কোনটা প্রথমে চোখে পড়ছে, সেটাই আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। মজার বিষয় হল, এই ছবিটিতে সকলেই প্রথমে যে একটাই জিনিস দেখবেন, এমনটা একেবারেই নয়। এক-এক জন মানুষ এক-একটা জিনিস দেখতে পাবেন।

কুমিরের মুখ: লাল-কমলা ব্যাকগ্রাউন্ডে যদি প্রথমেই একটা কুমিরের মুখের সিল্যুয়েট চোখে পড়ে, তাহলে বুঝতে হবে এই ধরনের মানুষরা সব সময়ই বড় ক্ষেত্রের উপর মনোনিবেশ করেন। এর ফলে এঁরা সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হন। প্রতিটা ছোট ছোট বিষয় নিয়ে তাঁরা ভাবিত হন না। তবে এটা আবার কিছুটা নেতিবাচক প্রভাব ফেলে। ছোট বিষয়গুলি চোখে না পড়ার কারণে হয়তো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও চোখ এড়িয়ে যায়। এঁদের মনোনিবেশের ঘাটতি থাকে এবং ধৈর্যও কম হয়। যদিও এই ধরনের মানুষ সাধারণত ঠান্ডা মাথার নয়, যার ফলে সমস্ত দায়িত্ব পালন করতে পারেন।

আরও পড়ুন- রোদচশমায় অথবা চশমায় স্ক্র্যাচ পড়ে দেখতে সমস্যা? কুছ পরোয়া নেই! সামান্য ঘরোয়া উপাদানেই গায়েব হবে দাগ

নৌকা: অনেকেই আবার কুমিরের মুখের জায়গায় প্রথমেই নৌকা দেখতে পাবেন। কিন্তু এর অর্থ কী? আসলে এঁদের জীবনের প্রতি এক অনন্য দৃষ্টিভঙ্গি থাকে। যুক্তির সন্ধান না পেলে এঁরা কোনও নিয়ম-কানুন মানতে চান না। জীবনের ছোট ছোট বিষয়গুলিকে এঁরা গুরুত্ব দিয়ে থাকেন। আবার সকলের সঙ্গে মেলামেশা না করে বরং ঘনিষ্ঠ বন্ধু পরিবার-পরিজনের সঙ্গেই এঁরা মেলামেশা করতে পছন্দ করেন। আসলে এই ধরনের মানুষদের বন্ধুবৃত্তও খুবই ছোট পরিসরের হয়। আর যাঁরা এঁদেরকে বোঝেন, তাঁদেরই বন্ধু হিসেবে বেছে নেন এই ধরনের মানুষরা।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Optical Illusion, Optical Illusion Image