জানোয়ার শব্দটা মানুষের সমাজে বড় হেলাফেলার সঙ্গে উচ্চারণ করা হয়ে থাকে। অথচ, মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে এও সত্যি যে আমাদের সবার ভিতরেই লুকিয়ে রয়েছে কোনও না কোনও জানোয়ার। যার স্বভাবের সঙ্গে আমাদের স্বভাবের কিছু মিল রয়েছে।
তবে আপাতত যে অপটিক্যাল ইলিউশনের ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু জানোয়ারেরা বেশ সরাসরিই দেখা দিচ্ছে, লুকিয়ে-টুকিয়ে তারা নেই। আর প্রথম যার দিকে চোখ যাচ্ছে, আমাদের স্বভাবের কোনও এক গুরুত্বপূর্ণ দিকের হদিসও দিচ্ছে সে-ই।
বিশ্বাস করা শক্ত, তাই না? বরং মিলিয়ে দেখা যাক, তাতে যদি ব্যাপারটা স্পষ্ট হয়।
সিংহসিংহ প্রথম চোখে পড়লে বুঝতে হবে নেতৃত্বদানের ক্ষমতা সহজাত। খুব সহজেই মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। চিন্তা-ভাবনার ধরনও অন্যদের চেয়ে উঁচু জাতের হয়ে থাকে এক্ষেত্রে।
কোয়ালাএক্ষেত্রে স্বভাবের ধরন হয়ে থাকে শান্ত এবং সহমর্মী। একই সঙ্গে অতিরিক্ত মাত্রায় সংবেদনশীল এবং আবেগপ্রবণও। নিজের শর্তে জীবন কাটানো পছন্দ, কোনও কিছু প্রত্যাশা না করেই অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ধাতে রয়েছে।
হাতিহাতি দেখলে বুঝতে হবে এমন শ্রোতা আর হয় না, সমস্যা সমাধান করতেও অন্যের চেয়ে কয়েক পা এগিয়ে। পাশাপাশি পরিবার আর বন্ধুদের গুরুত্ব জীবনে সবথেকে বেশি।
হাঁসহাঁস যেমন দুধটা বেছে নেয়, জলটা ফেলে রাখে, এক্ষেত্রেও স্বভাব তেমনই ইতিবাচকতায় ঠাসা। অতীত থাকে অতীতেই, বর্তমানে কাটে সময়ের পুরোটা।
জেব্রাবেশ মজাদার দেখতে, না? স্বভাবও তেমনই রসবোধে ভরা, কথায় কথায় রসিকতা করার এই প্রবণতাই অন্যদের কাছে টান বাড়িয়ে তোলে, করে তোলে ভিড়ের মধ্যেও আলাদা।
বিড়াললাজুক প্রকৃতির স্বভাব, ভিড় পছন্দ নয়, নিজের মতো থাকাটাই একমাত্র দরকার জীবনে।
শুয়োরবাস্তব বুদ্ধি টনটনে, জ্ঞান আর পয়সা দুই প্রভূত পরিমাণে কামানো যায় জীবনে।
পেঁচাসুশৃঙ্খল জীবনযাপনে বিশ্বাসী, ভিড় থেকে সরে এসে শান্তিপূর্ণ জীবন কাটানোটাই একমাত্র দাবি।
জিরাফপুরো সামাজিক জীব- সমাজে মেলামেশায় তুখোড়, একই সঙ্গে বিশ্বস্তও বটে।
আরও পড়ুন: ভাই-বোনের প্রেম-বিবাহ... দীর্ঘ ভালবাসা শেষে 'বাম্পার স্ট্রোক'! সোশ্যাল মিডিয়া তোলপাড়
ভাল্লুকযেমন পরিশ্রমী, তেমনই জীবনের পুরো মজা নিংড়ে নিতে জানেন। চুপচাপ থাকলেও কোনও কিছুই চোখ এড়ায় না।
খরগোশপ্রাণবন্ত স্বভাব, ব্যক্তিত্বের উজ্জ্বলতা সবাইকে আনন্দে মাতিয়ে রাখে, নিজেরাও গোমড়া থাকতে জানে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Optical Illusion