Home /News /off-beat /
Optical Illusion: বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে এই ভিডিও, দেখলেই হ্যালুসিনেট করবেন! চেষ্টা করে দেখবেন নাকি?

Optical Illusion: বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে এই ভিডিও, দেখলেই হ্যালুসিনেট করবেন! চেষ্টা করে দেখবেন নাকি?

Optical Illusion

Optical Illusion

আর তাতেই ভাইরাল হয়েছে এই দৃষ্টিভ্রমকারী নকশা। (Optical Illusion)

 • Share this:

  #কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম হল আদতে আলোর খেলা। এই আলোর খেলা আমাদের মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা জানালেন, এই দৃষ্টিভ্রম আমাদের মস্তিষ্কে ঠিক কী ভাবে প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দৃষ্টিবিভ্রমকারী একটি নকশা। লাল লম্বা লম্বা লাঠির মাঝে একটি গোল বিন্দু। আর সেটির দিকে খানিক সময় তাকিয়ে থাকলেই হ্যালুসিনেশন হবে আপনার। আর তাতেই ভাইরাল হয়েছে এই দৃষ্টিভ্রমকারী নকশা। (Optical Illusion)

  আরও পড়ুন: ৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশ, সবার আগে রেজাল্ট জানুন News18 Bangla-য়

  হ্যালুসিনেশন এমন একটি মানসিক পর্যায়, যেখােন মানুষ কোনও কিছু চোখের সামনে না থাকলেও, সেটিকে দেখতে পায়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি দেখলেই আপনি হ্যালুসিনেট করবেন। নেটপাড়ায় এই ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। এই ভিডিও দেখে যে কোনও দিকে তাকালেই মনে হচ্ছে সেটি চলন্ত।

  আরও পড়ুন: হাসপাতালে যুবকের কাটা হাত নিয়ে গিয়ে খুবলে খেল কুকুর, মারাত্মক কাণ্ড শিলিগুড়িতে!

  ইউটিউবে সম্প্রতি এই ভিডিও ৬৮ হাজার ভিউজ পেয়েছে। এটি শেয়ার করে লেখা হয়েছে, অ্যাসিড টাইপ ভিসুয়াল হ্যালুসিনেশন অপটিকাল ইলিউশন। নেটিজেনরা লিখছেন, এটির দিকে তাকালেই মনে হচ্ছে যেন চলছে সব কিছু। কারও আবার বক্তব্য, আমি কি অসুস্থ হয়ে পড়লাম? সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল এই ভিডিও।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Optical Illusion, Viral optical illusion

  পরবর্তী খবর