অপটিক্যাল ইলিউশন নিয়ে নানান খেলা সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিং। মানুষ এই ধরনের ছবি দেখে শুধু আনন্দই পান না, এই জাতীয় ছবি মানুষের ভেতরে লুকিয়ে থাকা নানা দিককে সহজে চিনতে সাহায্য করে। অপটিক্যাল ইলিউশন দিয়ে যখন কোনও শিল্প গড়ে ওঠে তখন তার ফলাফল দাঁড়ায় অসাধারণ। শিল্প এবং অপটিক্যাল ইলিউশনের এমনই একটি মিশ্রণ ইন্টারনেটে ঝড় তুলেছে।
আরও পড়ুন: প্রাণ সংশয়, নিরাপত্তা বাড়াতে আবেদন তৃণমূল বিধায়কের! স্পষ্ট করে দিলেন, কাদের ভয় পাচ্ছেনমাইন্ডস জার্নাল অনুসারে, আপনি যদি প্রথমে ঘোড়াটিকে দেখেন তবে আপনার দৃঢ় সংকল্প রয়েছে। আপনি প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারেন।
আপনি যদি ব্যাঙটিকে প্রথমে দেখেন, তাহলে প্রমাণ হয় যে আপনি সবসময়ে অন্যদের সঙ্গে সৎ থাকার চেষ্টা করেন। আপনি শান্তি, চিরন্তন সৌন্দর্য এবং সততার পূজারী।
সংখ্যাতত্ত্ব, জ্যোতিষবিদ্যা তো আছেই। সারা পৃথিবীর সব মানুষের মন কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে নিতে জ্যোতিষী এবং সংখ্যাত্ত্ববিদরা মূলত তাঁদের এসব বিদ্যা-ই ব্যবহার করে থাকেন। কিন্তু অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ? কেউ কেউ বলবেন সেটা আবার কী? আসলে মানুষের চোখের কিংবা মস্তিস্কের ধাঁধায় ধরা পড়ে যেতে পারে ওই ব্যক্তি কেমন মনের মানুষ ।
সাম্প্রতিক সময়ে মনোবিজ্ঞানীরা তাই অনেক সময়ে একজন মানুষের ব্যক্তিত্ব এবং মনের অবস্থা পরীক্ষা করার জন্য অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ব্যবহার করেন। এই অপটিক্যাল ইলিউশনেই ধরা পড়ে যেতে পারে কীভাবে আমাদের মস্তিষ্ক চাক্ষুষ অনুভূতির পরিবর্তে উপলব্ধির উপর নির্ভর করে। এক কথায় সহজ ভাবে বলতে গেলে আমরা যা চোখে দেখছি, তার ওপরেই আমাদের মন এবং তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে নিরভর করে। যেমন, আজকের এই ছবিতে সহজেই বুঝে নেওয়া যাবে আমরা কে কেমন মনের মানুষ!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Optical Illusion